বাস-টমটমের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের
সাদাকালো নিউজ
পিরোজপুর-পাড়েরহাট সড়কের শংকরপাশা এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন জীবন দিয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত আটজন। হতাহতদের সবাই বাগেরহাট ও কচুয়া উপজেলার বাসিন্দা। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চন্দ্রা এলাকার আল-আমিন মল্লিকের পুত্র শাহিন মল্লিক (১৮), একই উপজেলার চোমরা এলাকার আবুল হোসেন মিনার পুত্র ইয়াসিন মিনা (২২), কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার মো. বাদশা (১৭), শাহিন মোল্লা (২০) এবং অজ্ঞাত একজন।
আহতদের মধ্যে সাতজনকে খুলনায় এবং একজনকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বাগেরহাট থেকে একটি টমটমে বিয়েবাড়ির খাবার সরবরাহকারী দল ভাণ্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। এ সময় তাদের গাড়ির পেছনের চাকা ভেঙে রাস্তায় পড়ে গেলে একটি গ্রামীণ পরিবহণের গাড়ি টমটমকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, বাস ও টমটম দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন, পিরোজপুর জেলা হাসপাতালে একজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে।