বার্সেলোনার জার্সি গায়ে লিওনেল মেসির সেরা দশ মুহুর্ত!
ওবায়দুল শেখ
২০০৪ সালে বার্সেলোনার মূল দলে সুযোগ পান মেসি। লিওনেল মেসি মানেই বার্সেলোনা। ভক্তদের এই আবেগ এখন স্মৃতি। মেসি বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। বার্সার হয়ে ছোট বড় মিলিয়ে মোট ৩৪ ট্রফি জিতেছেন লিওনেল মেসি।
ক্লাবের হয়ে ৬৭২টি গোল, ১০টি লা লিগা শিরোপা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ আর সাতটি কোপা ডেল রে জিতেছেন। দলীয় শিরোপার পাশাপাশি জিতেছেন রেকর্ড ৬টি ব্যালন ডি’অর খেতাবও। সব মিলিয়ে স্মৃতির অভাব হবে না বার্সেলোনা ভক্তদের। লিওনেল মেসিরও।
দীর্ঘ ২১ বছর বার্সেলোনাতেই কেটেছে মেসির, শৈশব-তারুণ্য। ন্যু কাম্পের প্রতিটি ঘাস বড় করেছে গ্রেটেস্ট মেসিকে।
সেই বার্সেলোনার জার্সি গায়ে লিওনেল মেসির সেরা দশ মুহুর্ত সাদাকালো নিউজের পাঠকদের জন্য।
২০০৭ সালে প্রথম হ্যাটট্রিক
লিওনেল মেসি তখনও কিশোর। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালর বিপক্ষে-বার্সা্র মাঠে হ্যাটট্রিক করেন। ৩-৩ গোলে ড্র হয় ম্যাচটি। এদিনই লিওনেল মেসি বার্সেলোনায় পরিচিত নাম হয়ে ওঠেন, হয়ে ওঠেন সবার প্রিয়পাত্র।
সবচেয়ে সেরা গোল
১৪ বছর আগে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে লিওনেল মেসি গেটাফের বিপক্ষে এই গোলটি করেন। সম্ভবত এটাই তার করা সেরা গোল। এই গোলটিকেই ডিয়েগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপের ইংল্যান্ডের বিপক্ষে গোলের সাথে তুলনা করা হয়।
প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল গোল
একটা সময় পর্যন্ত মেসি ১০টি ম্যাচে ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে একটি গোলও করতে পারেননি। শুরু হয় সমালোচনা। কিন্তু ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিওনেল মেসি জবাব দেন। জাভির ক্রস থেকে রিও ফার্দিনান্ডের মতো দীর্ঘদেহী ডিফেন্ডারের সামনে হেডে গোল দেন মেসি। এই ম্যাচটিকে লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদো লড়াইও বলা হয়।
২ বছর পরে মেসি আবারও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে নিজের তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মেডেল নিশ্চিত করেন।
আর্সেনালের বিপক্ষে এক ম্যাচে চার গোল
২০১০ সালের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি রীতিমতো ইংলিশ ক্লাব আর্সেনালকে নিয়ে ছেলেখেলা করেন। হ্যাট্রিকসহ করেন ৪ গোল। এর ঠিক ২ বছর পরে এক ম্যাচে জার্মান ক্লাব বেয়ার লেভারকুজেনের বিপক্ষে পাঁচ গোল করেন লিওনেল মেসি।
বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড
২০১২ সালে গ্রানাদার বিপক্ষে হ্যাটট্রিক করে মাত্র ২৪ বছর বয়সেই বার্সেলোনার ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক হন লিওনেল মেসি। সেটি ছিল তার ২৩৩ নাম্বার গোল।
এক বছরে ৬৯টি ম্যাচে ৯১ গোল
২০১২ সালে ৯১টি গোল করেন মেসি। বার্সেলোনার হয়ে এই বছর তিনি করেন ৭৯টি গোল। বাকি ১২টি আর্জেন্টিনার হয়ে। মাত্র ৬৯টি ম্যাচে খেলেন তিনি।
২০১৪ সালে লা লিগার সর্বোচ্চ গোলদাতা
২০১২ সালে লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙ্গেন লিওনেল মেসি। মেসি লা লিগায় ৪৭৪ গোলের মালিক।
এল ক্লাসিকোতে শেষ মুহুর্তে জিতিয়ে ৫০০তম গোল
২০১৭ সালের এই গোলটি এল ক্লাসিকো জয়ী গোল। এটি একই সাথে লিওনেল মেসির ক্যারিয়ারের ৫০০তম গোল। এটি সম্ভবত লিওনেল মেসির ক্যারিয়ারেরই অন্যতম সেরা গোল। ইনজুরি টাইমে রেয়াল মাদ্রিদের বিপক্ষে গোলটি করেন মেসি। ঠিক ডি বক্সের কিনারা থেকে।
রোনালদোকে ছাড়িয়ে পেলেন ৬ নম্বর ব্যালন ডি অর জয়
২০১৯ সালের ডিসেম্বরে লিওনেল মেসি তার ক্যারিয়ারের ষষ্ঠ ব্যালন ডি অর জয় লাভ করেন। রোনালদো এখন পর্যন্ত পাঁচটি ব্যালন ডি অর জিতেছেন।
পেলেকে ছাড়িয়ে গেলেন যেবার
২০২০ সালে বার্সার হয়ে নিজের শেষ মৌসুমে গোল করেন ৩৮টি। এর মধ্যে ৬৪৪তম গোলটি করে মেসি ব্রাজিলের ফুটবল কিংবদন্তী পেলেকে ছাড়িয়ে যান। পেলে এর আগে সান্তোসের হয়ে ৬৪৩টি গোল করেন। এই সংখ্যা একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে সর্বোচ্চ। লিওনেল মেসি শেষ পর্যন্ত বার্সেলোনার হয়ে ৬৭২টি গোল করেন।