বার্সেলোনাতেই যোগ দিচ্ছেন গুন্দোগান
সাদাকালো নিউজ
সপ্তাহখানেক আগে স্প্যনিশ গণমাধ্যমকে জানিয়েছিল, ইলকে গুন্দোগানকে দলে টানতে এগিয়ে আছে বার্সেলোনা। ম্যানচেস্টার সিটির হয়ে সদ্যসমাপ্ত মৌসুমে সব জেতা জার্মান তারকাকে খুব করে চাচ্ছিল আর্সেনাল, চুক্তি বাড়িয়ে নিতে সব ধরনের চেষ্টা করেও সফল হয়নি পেপ গার্দিওলার ক্লাব। কিন্তু সবকিছু চুকে গেছে, ইতিহাদ ছেড়ে ন্যু ক্যাম্পে যাচ্ছেন গুন্দোগান।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, জাভি হার্নান্দেজের ডাকে সাড়া দিয়েছেন সিটির তারকা মিডফিল্ডার। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বার্সেলোনা গুন্দোগানের সঙ্গে তিন বছরের চুক্তি করবে।
মৌসুমের মাঝেই বার্সেলোনাকে ইতিবাচক সাড়া দিয়েছিলেন গুন্দোগান। তাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালায় সিটি। তাতেই পেয়েও যেন পাওয়া হচ্ছিল না কাতালান ক্লাবটির। তবে শেষ পর্যন্ত বার্সেলোনাকেই বেছে নিয়েছেন এই জার্মান মিডফিল্ডার।
ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর খবর, জার্মানির মিউনিখে বুধবার শারীরিক পরীক্ষার পর বার্সার চিকিৎসকরা সবুজ সংকেত দিলে দুই পক্ষের মধ্যে চুক্তি হবে। ২০২৫ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির জার্সি পরে খেলবেন গুন্দোগান। সুযোগ রয়েছে আরও এক বছর মেয়াদ বাড়ানোর। তবে এর জন্য দ্বিতীয় মৌসুমে মোট ম্যাচের অর্ধেকের বেশি খেলতে হবে তাকে।
২০১৬ সালে পেপ গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর তাকে বরুসিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে এনেছিলেন। যদিও শুরুর দিকে খুব একটা সফল ছিলেন না, কিন্তু ধীরে ধীরে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন সিটির। ইতিহাদের ক্লাবটির হয়ে পাঁচটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন ১৪টি ট্রফি। সিটির জার্সিতে গত সাত বছরে ৩০০ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৬০টি।