বার্সায় ফিরবেন কি মেসি!
সাদাকালো নিউজ
মাঠের ফুটবলে দুঃসময় পিএসজির। অনিশ্চিত দলটির একাধিক তারকার ভবিষ্যৎ। মেসিকে রাখার ব্যাপারে একমত হলেও বেতন নিয়ে দোটানায় ক্লাবকর্তারা। মালিকপক্ষের চাওয়া দুর্দিনে বেতন কমিয়ে প্যারিসেই থেকে যাক রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী। প্যারিসে থাকতে আপত্তি নেই মেসিরও; তবে বেতন ইস্যুতে অবস্থান অনড়। স্পেন ও ফরাসি একাধিক গণমাধ্যম জানিয়েছে এমনটিই। এর মধ্যেই মেসিকে নিয়ে নতুন খবর দিয়েছে তার সাবেক বার্সা সতীর্থ হেনরি। বলেছেন, ফুটবলের প্রতি ভালোবাসার কারণে সব ফেলে বার্সায় ফিরবেন মেসি।
এদিকে মেসিকে পেতে মরিয়া যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। আগ্রহ আছে মেজর সকার লিগে খেলা আরও বেশকিছু ক্লাবের। মেসিকে পেতে এই বিপুল পরিমাণ অর্থের জোগান মিলতে পারে লিগে খেলা ২৯টি ক্লাবের পক্ষ থেকেও। ক্লাবগুলো সবাই মিলে মেসির বেতনের টাকা দিতে আগ্রহী। পরে মেসি ঠিক করবেন ২৯ ক্লাবের মধ্যে কোন ক্লাবে খেলবেন তিনি। মিয়ামি ছাড়া সেই দৌড়ে রয়েছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও আটলান্টার নামও। রোনালদোর পর মেসিকে পেতে সৌদিও প্রস্তুত কাঁড়ি কাঁড়ি অর্থ ঢালতে।
এদিকে মেসির প্রাক্তন বার্সা সতীর্থ হেনরি মনে করেন, ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই বার্সায় ফিরবেন আর্জেন্টাইন মহাতারকা। তিনি বলেন, ‘পার্ক দ্য প্রিন্সেসে মেসির শেষ বাঁশি শোনা লজ্জাজনক, ১৩টি গোল এবং ১৩টি অ্যাসিস্টসহ এই মুহূর্তে সে দলের সেরা খেলোয়াড়দের একজন। তাকে আপনারা শিস দিতে পারেন না। ফুটবলের প্রতি ভালোবাসার জন্যই মেসিকে বার্সেলোনায় ফিরতে হবে। এটি তার একটি ইচ্ছা। কারণ যেমনটি করা উচিত ছিল সে তেমনিভাবে ক্লাবকে ছেড়ে যায়নি। বিদায় বেলায় তার কান্না আমাকে তাই বুঝিয়েছে।’