বান্ধবীর স্বামীকে বিয়ে করা নিয়ে মুখ খুললেন হানসিকা
সাদাকালো নিউজ
দক্ষিণ ভারতের অভিনেত্রী হানসিকা মোতওয়ানী বলিউডেও বেশ জনপ্রিয়। এই অভিনেত্রী গত বছরের ৪ ডিসেম্বর সোহেল কাঠুরিয়াকে বিয়ে করার পর থেকে একের পর এক বিরূপ মন্তব্যের শিকার হচ্ছেন।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বান্ধবীর সংসার ভেঙে এই বিয়ে করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হওয়ার পর তিনি অবশেষে মুখ খুলেছেন।
বান্ধবীর সংসার ভেঙে বিয়ে করার বিষয়ে হানসিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, মিডিয়ায় যেসব বিবরণ লেখা হয়েছে, বেস্ট ফ্রেন্ড, এই-সেই। দেখে আমার ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা!’ সোহেল ছিল আমার ভাইয়ের বন্ধু।
সেখান থেকেই আমাদের সম্পর্ক গড়ে উঠে। তিনি বলেন, সব সময় সোহেল আমার কাছাকাছি থাকতো। ধীরে ধীরে আমারও প্রিয় বন্ধু হয়ে ওঠে। এভাবেই শুরু। হানসিকার বিয়ে নিয়ে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে রিয়েলিটি মো ‘লাভ, শাদি, ড্রামা’।