বাজার মূলধন কমলো ৬ হাজার কোটি টাকা
সাদাকালো নিউজ
দেশের শেয়ারবাজারে গেলো সপ্তাহে সূচকের সঙ্গে লেনদেন কমেছে। এ সময় বাজার মূলধন কমেছে ৬ হাজার ৫৬৭ কোটি ৮৮ লাখ টাকা।
শনিবার (১৭ জুন) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার ৬৮৮ কোটি ২৮ লাখ ৩৯ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৯ হাজার ৫২৯ কোটি ১৮ লাখ ৩৯ হাজার টাকা। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ৪ হাজার ১৫৯ কোটি ১০ লাখ টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৮৭৩ কোটি ১৯ লাখ টাকা। সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৮ হাজার ২৮১ কোটি ৯৮ লাখ টাকা। আলোচ্য সময়ে বাজার মূলধন কমেছে ২ হাজার ৪০৮ কোটি ৭৮ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৫৬৭ কোটি ৮৮ লাখ টাকা।
ডিএসইতে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ৩ হাজার ৮৬৯ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৪৪৪ কোটি ৫৬ লাখ ১৯ হাজার টাকা। আলোচ্য সময়ে লেনদেন কমেছে ১ হাজার ৫৭৪ কোটি ৯৫ লাখ ৮ হাজার টাকা।
ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৯০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৪২টি, কমেছে ১৪১টি এবং অপরিবর্তিত ছিল ২০৭টির শেয়ার ও ইউনিট দর।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭২ পয়েন্ট কমে ৬ হাজার ২৮০ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১০ পয়েন্ট কমে ২ হাজার ১৮২ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে, গেলো সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১০১ কোটি ৫৫ লাখ ৩৯ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৯ কোটি ২ লাখ ৯৪ হাজার টাকা।
সপ্তাহের ব্যবধানে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬০ পয়েন্টে, সিএসসিএক্স ১১৮ পয়েন্ট কমে ১১ হাজার ১০২ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৭০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে গেলো সপ্তাহে মোট ৩১০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৩৫টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত ছিল ১৪৯টির শেয়ার ও ইউনিট দর।