বাখমুতে লড়াই শেষ হয়নি: যুক্তরাষ্ট্র
সাদাকালো নিউজ
বাখমুতের জন্য যুদ্ধ শেষ হয়নি এবং ইউক্রেন এখনও শহরটি ধরে রাখার জন্য কঠোর লড়াই করছে বলে দাবি করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি গত সোমবার (৩ এপ্রিল) সাংবাদিকদের বলেছেন, ‘শহরটি থেকে ইউক্রেনীয় সেনাদের বিতাড়িত করা যায়নি।’
তিনি আরও বলেন, ‘এই সপ্তাহে ইউক্রেনের জন্য একটি অতিরিক্ত সহায়তা প্যাকেজ আশা করা যেতে পারে।’
রুশ বাহিনী বাখমুত দখল করা থেকে এখনও অনেক দূরে এবং শহরের প্রশাসন ভবনের চারপাশে ভারী যুদ্ধ চলছে, যেখানে ওয়াগনার গ্রুপ রাশিয়ার পতাকা উত্তোলন করেছে বলে দাবি করেছে-ইউক্রেনীয় সেনাদের এমন মন্তব্যের পর কয়েক ঘন্টা পরেই জন কিবরি ওই মন্তব্য আসলো।
ইউক্রেনের পূর্ব সামরিক কমান্ডের মুখপাত্র সের্হি চেরেভাতি ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘বাখমুত রাশিয়ার বাহিনীর হাত থেকে এখনও অনেক দূরে।
এর আগে গত সোমবার ওয়াগনার গ্রুপ দাবি করেছিল যে, তারা শহরের টাউন হল দখল করেছে। তবে ওয়াগনারের ওই দাবি নিশ্চিত করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শিল্প শহর বাখমুতের জন্য এই লড়াই ইউক্রেনে রাশিয়ার বছরের দীর্ঘতম আক্রমণের দীর্ঘতম এবং রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়েছে।
প্রায় ৭০ হাজার জনসংখ্যার বাখমুতের বেশিরভাগই ২০২২ সালে শহর ছেড়ে পালিয়েছিল।
ইউক্রেনীয় সেনারা জানিয়েছে, কতজন বেসামরিক লোক এখনও বাখমুতে রয়ে গেছে তা বলা কঠিন। তবে তাদের অনুমান এক হাজার থেকে পাঁচ হাজার লোক এখনও শহরটিতে রয়েছে।