বাংলাদেশের হাল ধরেছেন মুশফিক-শান্ত
সাদাকালো নিউজ
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের।
লিটন দাস ০ ও অধিনায়ক তামিম ইকবাল ফিরেছেন ১১ রানে। ইংলিশদের বিপক্ষে ব্যাট হাতে মোটেও ভালো সময় কাটাচ্ছেন না লিটন। সিরিজের আগের দুই ম্যাচে ৭ ও ০ রান।
অধিনায়ক তামিমও খুব একটা ভালো অবস্থায় নেই। আগের দুই ইনিংসে তার ব্যাটে আসে ২৩ ও ৩৫ রান। দলীয় ১৭ রানে দুই উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলেছে ২ উইকেটে ৩৪ রান। সাগরিকায় বাংলাদেশের দুই উইকেটই নিয়েছে ইংলিশ পেসার স্যাম কারান।