প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের প্রয়াণ দিবস
সাদাকালো নিউজ
বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের তৃতীয় মৃত্যুবার্ষিকী রবিবার। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।
তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার বনানী কবরস্থানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার কবরে শ্রদ্ধা নিবেদন করবে।
২০২০ সালের ৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহারা খাতুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের জন্ম ১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায়। শিক্ষাজীবনে তিনি বিএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন শিক্ষাজীবন থেকেই।
রাজপথে ঊনসত্তরের গণঅভ্যুত্থান, আইয়ুব-ইয়াহিয়া বিরোধী আন্দোলন, দেশ স্বাধীন করার আন্দোলন, ৭৫’র পর অগণতান্ত্রিক ও স্বৈরশাসক এরশাদবিরোধী আন্দোলন এবং বিএনপি সরকারের নিপীড়নের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন করেছেন সাহারা খাতুন।
রাজপথে আন্দোলন, বিভিন্ন সময়ে হরতাল, সভা-সমাবেশ করতে গিয়ে একাধিক বার গ্রেপ্তার এবং নির্যাতিত হয়েছেন প্রয়াত এই রাজনীতিক। তিনি আইন পেশায় নিয়োজিত থাকা অবস্থায় আওয়ামী লীগের বহু নেতাকর্মীর মামলা বিনা পয়সায় লড়েছেন।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত হন সাহারা খাতুন। নির্বাচনে আওয়ামী লীগ বিপুল আসনে জয়ী হয়ে সরকার গঠন করে।
ওই সময় শুরুর দিকেই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাহারা খাতুন। তারপর ২০১২ সালে মন্ত্রণালয়ের রদবদল ঘটলে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।