বাংলাদেশের প্রথম নারী বডিবিল্ডার কে এই মাকসুদা?
নাফিজা আক্তার
সাধারণত শরীরের নানা কসরত দেখিয়ে দর্শকদের আনন্দ দেন পুরুষ বডিবিল্ডাররা। কিন্তু নারী বডিবিল্ডারকে খুব একটা দেখা যায় না। কারণ বাংলাদেশে একজন মেয়ে বডিবিল্ডিং করছেন-অনেকেই ব্যাপারটা ঠিক মেনে নিতে পারেন না। কিন্তু সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে চট্টগ্রামের মেয়ে মাকসুদা মৌ শরীর গঠনের প্রতীক হয়ে উঠেছেন।
পতেঙ্গা নৌবাহিনী স্কুল ও কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা মাকসুদা টেক্সটাইল ডিজাইনের ওপর পোস্ট গ্র্যাজুয়েশন করতে ২০১৭ সালে ভারতের পাঞ্জাবে যান। সেখানে পড়াশোনার পাশাপাশি একসময় নিয়মিত জিমে যেতেন। শরীরচর্চা করতে জিমে গিয়ে তা রীতিমতো নেশায় পরিণত হয় তার। এরপর শরীরচর্চা নিয়ে পড়াশোনা করেন।
কানাডায় পাবলিক হেলথে মাস্টার্স করা মৌ শরীর গঠনে অনেক আগেই মনোনিবেশ করেন। যমুনা ফিউচার ফিটনেসের সিনিয়র ট্রেইনার হিসাবে কর্মরত আছেন। মেয়েদের পাশাপাশি ছেলেদেরও ট্রেনিং করান তিনি।
এরই মধ্যে ঘরোয়া প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করেছেন মাকসুদা। ২০১৯ সালে জাতীয় শরীর গঠনে হয়েছেন চ্যাম্পিয়ন। গত বছর বাংলাদেশ গেমসে জিতেছেন সোনার পদক। এরপর গত সপ্তাহে মুম্বাইয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা আইএইচএফএফ অ্যামেচার অলিম্পিয়া শরীর গঠনে হয়েছেন তৃতীয় রানারআপ।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্রোঞ্জপদক জেতা মাকসুদা বলেন, আন্তর্জাতিক পদক জেতার পর আমি বলব, দায়িত্ব বেড়ে গেছে অনেক। আমি ঢাকার বাইরে অনেক জিমে গিয়েছি, যেখানে ভালো মানের সরঞ্জাম নেই। মেয়েরা বোরকা পরে এসে সেখানে জিম করে। তারা কিন্তু বডিবিল্ডিংয়ে আসতে চায়। কিন্তু বের হয়ে আসতে পারে না। ওদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে।
ভারতে নারী বডিবিল্ডারদের এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে মাকসুদা বলেন, মুম্বাইয়ে যাওয়ার পর দেখেছি, ওখানে কত বড় হেলথ ও লাইফস্টাইল এক্সপো হয়। ওখানে যে পরিমাণ উন্মাদনা এটা নিয়ে, সেটা আমাদের দেশে নেই। অনেক মেয়ে বডিবিল্ডিংয়ে আসছে ভারতে। কিন্তু আমাদের দেশে মেয়েদের বডিবিল্ডিংয়ে আসার ব্যাপারে একটা ট্যাবু আছে। এটা ভাঙতে চাই। আসলে এখানে উন্নতির অনেক জায়গা আছে।
খেলাধুলার মঞ্চে নারী-পুরুষের বৈষম্য মানতে চান না মাকসুদা। বলেন, ‘একজন অ্যাথলেট হিসেবে আমি ক্রিকেট, ফুটবল, বডিবিল্ডিং, যেকোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারি। আসলে এসব ক্ষেত্রে কোনো লিঙ্গবৈষম্য থাকা ঠিক নয়। এখানে একজন ছেলে যেভাবে অংশ নিচ্ছে, একজন মেয়েও সেভাবেই প্রতিযোগিতায় অংশ নিতে পারে।
১৮ ডিসেম্বর ফ্রান্সের বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপের প্রাক-বাছাইয়ে অংশ নেবেন মাকসুদা। হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারকে আদর্শ মানা মাকসুদা স্বপ্ন দেখেন আর্নল্ড ক্ল্যাসিকে অংশ নেয়ার। সেটারই বাছাই হিসেবে এই প্রতিযোগিতায় প্রো-কার্ড পেতে হবে মাকসুদাকে।
এই টুর্নামেন্ট নিয়ে আশাবাদী মাকসুদা বলেন, বাংলাদেশের মতো জায়গায় থেকেও যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাওয়ার জন্য প্রস্তুত হওয়া যায়, সেটার উদাহরণ আমি। একদিন এই দেশ থেকে অনেক ভালো নারী বডিবিল্ডার উঠে আসবে, যারা আন্তর্জাতিক মানের মঞ্চে পারফর্ম করবে, যাদের আন্তর্জাতিক অঙ্গনে আমন্ত্রণ জানাবে আয়োজকেরা।