সুন্দরী ক্রিকেটার কে এই জাহানারা আলম?
নাফিজা আক্তার
ক্রিকেট এখন শুধু একটা খেলা নয়, খেলার থেকেও অনেক বেশিকিছু। মাঠের গণ্ডি পেরিয়ে ক্রিকেটের আলোচনা এখন বহুদূর বিস্তৃত। ফলে ক্রিকেটারদের পারফরম্যান্স ছাড়াও এখন আলোচনা হয় তাদের সৌন্দর্য, লুক এবং ফ্যাশনের। পুরুষ ক্রিকেটাররা যেমন তাদের লুক ও ফ্যাশন দিয়ে লাখো মানুষের রোল মডেল হচ্ছেন তেমনি নারী ক্রিকেটাররাও গ্লামার দিয়ে মাঠ আলোকিত করছেন।
কেউ কেউ আবার ফ্যাশন ম্যাগাজিনের কভার পেজ হয়ে যে কোন মডেলের সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছেন। বিশ্বের এমনি কিছু সুন্দরী নারী ক্রিকেটারদের নিয়ে প্রতিবেদন তৈরি করেছে ভারতের একটি গণমাধ্যম। আর এই সেরা সুন্দরী নারী ক্রিকেটারদের তালিকার প্রথমেই আছেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অলরাউন্ডার জাহানারা আলম।
বাংলাদেশের ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দলের এই সদস্য অপরূপ সৌন্দর্য্যের অধিকারী। জাতীয় দলের হয়ে ৭১টি টি-টোয়েন্টি আর ৪০টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ৯৩ উইকেট শিকার করেন ২৮ বছর বয়সী এই তারকা পেসার। লাখো তরুণ তাকে দেখে ক্রাশ খায়।
টানা ১০ বছর ধরে জাতীয় দলে ক্রিকেট খেলছেন জাহানারা আলম। নারী ক্রিকেট যখন এ দেশে ভ্রু কুঁচকানোর চোখে দেখতো, তখন থেকেই সেসব মেঘযুক্ত চোখ এড়িয়েই সংগ্রাম করেছেন জাহানারা। ফলটাও পেয়েছেন হাতেনাতেই। এই পেসারের হাতে একাধিকবার উঠেছে জাতীয় দলের নেতৃত্ব।
১৯৯৩ সালের ১ এপ্রিল খুলনা জেলায় জন্মগ্রহণ করেন জাহানারা আলম। ২০১১ সালের ২৬ নভেম্বর আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটে জাহানারার। ২০১২ সালের ২৮ আগস্ট টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারত মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে অভিষেক ঘটে জাহানারার।
২০১০ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় চীন জাতীয় মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ঐতিহাসিক রৌপ্যপদক লাভ করে। জাহানারা এই প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম একজন খেলোয়াড় ছিলেন।
ভারতের কেরালার তিরুবনন্তপুরমের ‘এশিয়ানেট নিউজ’র প্রতিবেদনে জাহানারা ছাড়াও আরও ১১ জন সুন্দরী ক্রিকেটারের তালিকা করেছে। তালিকার দুই নম্বরে রয়েছে ভারতের জাতীয় ক্রাশ হিসেবে পরিচিত স্মৃতি মান্দানা। সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা আকাশছোঁয়া।
তালিকার তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাটে খেলার পাশাপাশি দলের নেতৃত্ব দেয়া ডেন ভ্যান নাইকারক। দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত ১টি টেস্ট ৯৯টি ওয়ানডে আর ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিন হাজার ৭৬৯ রান করেন এই সুন্দরী।
এর পরে রয়েছে দক্ষিণ আফ্রিকার ডানহাতি উইকেটকিপার ও ব্যাটসম্যান মিগনন দুপ্রেজ। পাকিস্তানের অলরাউন্ডার সানা মির। আয়ারল্যান্ডের নারী ক্রিকেটার সিসিলিয়া জয়াস। অস্ট্রেলিয়ার মিডিয়াম ফাস্ট বোলার হলি ফার্লিং ও এলিস পেরি। ইংল্যান্ডের উইকেটকিপার ওপেনিং ব্যাটসওম্যান সারা টেলর, লরা মার্শ ও ইশা গুহ। ১২ নম্বরে রয়েছেন মাত্র ১৯ বছর বয়সী ভারতীয় ক্রিকেট তারকা মিতালি।