বসুন্ধরা গ্রুপকে যেভাবে এগিয়ে নিচ্ছেন সায়েম সোবহান আনভীর
সাদাকালো নিউজ ডেস্ক
সায়েম সোবহান আনভীর। হাল আমলে দেশের ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখ। তরুণ উদ্যোক্তা হিসেবেও পরিচিত তিনি।
আনভীরের বাবা আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা তিনি। আবাসন খাত দিয়ে শুরু করলেও, এখন অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বসুন্ধরা গ্রুপের। আর এই শিল্পগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনভীর।
মাত্র ২০ বছর বয়সে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হন আনভীর। এতো কম বয়সেও বিশাল সব দায়িত্ব সামলেছেন দৃঢ়তার সাথে। হাল ধরেছেন বসুন্ধরা গ্রুপের।
২০০১ সালের ১৬ সেপ্টেম্বর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরচিালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সায়েম সোবহান আনভীর। এরইমধ্যে বসুন্ধরা গ্রুপকে সাফল্যের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
সায়েম সোবহান আনভীর যোগ দেয়ার পর থেকেই বসুন্ধরা গ্রুপ মানবসম্পদ উন্নয়নে একটি নতুন যুগে প্রবেশ করে। নিজের কঠোর পরিশ্রম, সততা, আন্তরিক প্রচেষ্টা এবং দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে ব্যবসার প্রায় প্রতিটি শাখায় সাফল্য অর্জন করেছেন আনভীর।
মানুষকে আপন করে নেয়ার আশ্চর্যজনক ক্ষমতা আছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের। তিনি যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ইতালি, সুইজারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, অস্ট্রেলিয়াসহ আরও অনেক দেশ ভ্রমণ করেছেন।
ব্যবসার পাশাপাশি সামাজিক কার্যক্রমের জন্যও খ্যাতি আছে সায়েম সোবহান আনভীরের। তিনি একাধারে ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, অল কমিউনিটি ক্লাব এবং উত্তরা ক্লাবের সদস্য। দেশের ক্রীড়া জগতেও তার অবদান অনবদ্য। দেশের স্বনামধন্য ফুটবল ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান তিনি।
বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সায়েম সোবহান আনভীর পেয়েছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিআইপি মর্যাদা। শুধু দেশে নয়, আনভীর স্বীকৃতি পেয়েছেন বিদেশ থেকেও। ভারতের মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে এক্সিলেন্স এ্যাওয়ার্ড-২০১৭-এ ভূষিত হন তিনি। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক সংহত রাখায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০১১ সালে লাভ করেন মার্কিন কংগ্রেসনাল স্বীকৃতি।
সায়েম সোবহান আনভীরের মালিকানায় রয়েছে দেশের সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ — ইস্ট ওয়েস্ট মিডিয়া। তার মালিকানায় রয়েছে — কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোরডটকম নিউজ২৪ এবং রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮ (নায়েন্টিফোর পয়েন্ট এইট)।
দেশের মানুষকে একই ছাদের নিচে সব ধরনের শপিংয়ের সুযোগ করে দিতে ঢাকার প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স — বসুন্ধরা সিটি। তৃতীয় প্রজন্মের এই শপিং কমপ্লেক্সে আছে সিনেপ্লেক্স, ইনডোর অ্যামিউজমেন্ট পার্ক, ফুড কমপ্লেক্স এবং বিশ্বমানের বিভিন্ন সেবা।
আনভীরের নেতৃত্বে বসুন্ধরার অগ্রযাত্রায় আরো একটি সংযোজন – বিটুমিন প্ল্যান্ট। এটি দেশের সর্ববৃহৎ ও বেসরকারি খাতের একমাত্র বিটুমিন প্ল্যান্ট। এছাড়াও এলপিজি আমদানিতে দেশের সবচেয়ে বড় জাহাজের মালিক বসুন্ধরা গ্রুপ।
সায়েম সোবহান আনভীরের জন্ম ১৯৮১ সালের ৩১ (একত্রিশে) জানুয়ারি। মা আফরোজা বেগম এবং বাবা আহমেদ আকবর সোবহান। তার সহধর্মীনির নাম সাবরিনা সোবহান।
সায়েম সোবহান আনভীর লেখাপড়া করেছেন যুক্তরাজ্যে। সেখানে তিনি পড়াশোনা করেন ইলির কিংস স্কুল এবং ক্যামব্রিজশায়ার স্কুল-এ। এরপর তিনি বিবিএ সম্পন্ন করেন লন্ডনের অ্যামেরিকান ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটি থেকে।