বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা
সাদাকালো নিউজ
মহামারির ধাক্কা সামলে দুই বছর পর বাংলা নববর্ষ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। হাজারো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বিঘ্নে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা।
বৃহস্পতিবার সকাল ৯টায় টিএসসি থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। ভিসি চত্বর রাস্তা পর্যন্ত গিয়ে এই শোভাযাত্রা শেষ হবে বলে জানা গেছে।
প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হলেও এবার মেট্রোরেলের নির্মাণকাজের জন্য গতিপথের পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।
এবারের শোভাযাত্রায় ঘোড়া ও টেপা পুতুলসহ মোট পাঁচটি বড় মোটিফ রয়েছে। এছাড়াও রঙ-তুলির আঁচড়ে আঁকা বাঘ, সিংহসহ নানা রকমের মুখোশের দেখা মিলেছে শোভাযাত্রায়।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগেই বলা হয়েছে, পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। চারুকলা অনুষদের বানানো বৈশাখী মুখোশ হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নিতে হবে।
সেই সঙ্গে বর্ষবরণের সব আয়োজন এবার বেলা ২টার মধ্যে শেষ করতে বলেছে ঢাকা মহানগর পুলিশ।
গত মঙ্গলবার ঢাকা মহানগরের পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘এবার রোজার মধ্যে পহেলা বৈশাখ হবে। তাই দিনের বেলা কোনো খাবার দোকান খোলা থাকবে না। রোজার মাস চলছে, তাই এবার বেলা ২টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে।’