বন্যায় কুয়াকাটা সৈকতের অন্যরকম রূপ
সাদাকালো নিউজ
চলছে বর্ষার মৌসুম। এই সময়টায় বিশেষ করে সমুদ্র সৈকতে মানুষের আনাগোনা একটু কমই থাকে। তার উপর চলছে সিলেট-সুনামগঞ্জের ভয়াবহ বন্যা তান্ডব। সেই সুযোগে কুয়াকাটা সৈকত সেজেছে অপরূপ সাজে।
দেখা মিলছে কিছু বিরল প্রজাতির প্রানী, গাছপালার। তবে প্রায় মানবশূন্য হওয়ায় এমনটা হয়েছে বলে মনে করছেন অনেকে।
এই সময়টায় সৈকতের অধিকাংশ হোটেলে বুকিং থাকেনা বললেই চলে। কারণ কুয়াকাটায় এ সময় পর্যটক কম আসছেন। ফলে সৈকতে মানুষের ভিড় থাকেনা।
ফলে এই পরিবেশে সৈকতের বিভিন্ন পয়েন্টে ফুটেছে গুল্মলতা বা সাগর লতা। এর মধ্যে সৈকতের ট্যুরিজম পার্কসংলগ্ন এলাকা, ঝাউবাগান, গঙ্গামতি ও তিন মোহলা এলাকা উল্লেখযোগ্য। এ ছাড়া সৈকতের তেত্রিশকানি পয়েন্ট থেকে শুরু করে কাউয়ার চর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে বেড়েছে লাল কাকড়ার অবাধ বিচরণ।
মূলত সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় প্রচুর লাল কাকড়া সৈকতে বাসা বেঁধেছে বলে জানান ট্যুরিজম ব্যবসায়ীরা। সৈকতের বিভিন্ন স্পটে দেখা মিলেছে রং-বেরঙের ঝিনুকের।
কুয়াকাটা সৈকতের ট্যুরিজম ব্যবসায়ী কেএম বাচ্চু জানান, যে স্থানে আমার ১০ বছর আগে সাগরলতা দেখেছি সে স্থানে নতুন করে সাগরলতা জন্মেছে। সৈকতের বিভিন্ন পয়েন্টে লাল কাকড়া বেড়েছে। ঈদে পর্যটক এলে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
পদ্মা সেতু উদ্বোধনের পর যারা ভ্রমণ করবেন তারা প্রকৃতির এই অনাবিল সৌন্দর্য উপভোগ করতে পারবেন বলে আশা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।