বনানীতে স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
সাদাকালো নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে রাজধানীর বনানীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেছেন।
এসময় পরিবারের মরহুম সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি এমএম ইমরুল কায়েস বলেন, ‘প্রধানমন্ত্রী এবং তার ছোট বোন আজ সকালে নগরীর বনানীতে তাদের পরিবারের সদস্যদের কবরে ফাতেহা ও মোনাজাত করেন, যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে নিহত হয়েছেন। তাঁদের আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী।’
জিয়ারতকালে তাঁরা কবরে গোলাপের পাঁপড়িও বিছিয়ে দেন বলে জানান সহকারী প্রেস সেক্রেটারি।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।