ফ্লাইট বাতিল, হাদিসুরের দেহ সোমবার আসতে পারে
সাদাকালো নিউজ
ইউক্রেনে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমানের দেহ আগামীকাল সোমবার দেশে আসতে পারে। তুষারপাতের কারণে আজ রোববার হাদিসুরের ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার।
নতুন সময়সূচি অনুযায়ী কাল দুপুর সোয়া ১২টার দিকে তুর্কি এয়ারলাইনসে হাদিসুরের দেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।
রোববার সকালে দেশের একটি গণমাধ্যমকে হাদিসুর রহমানের ভাই তারিকুল ইসলাম বলেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের কর্মকর্তারা তাঁদের পরিবারকে জানিয়েছেন, যে ফ্লাইটে করে আজ হাদিসুরের দেহ দেশে আসার কথা ছিল, তুষারপাতের কারণে সেই ফ্লাইট বাতিল হয়েছে। তিনি বলেন, হাদিসুরের দেহ কাল আসতে পারে বলে তাঁদের জানানো হয়েছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (শিপ পার্সোন্যাল) ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী কাল দুপুর ১২টা ১৫ মিনিটে হাদিসুর রহমানের দেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।
২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে হামলায় না ফেরার দেশে পাড়ি জমান হাদিসুর রহমান। এরপর জাহাজে আটকে থাকা নাবিকদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়।