ফ্রিতে দেখা যাবে ‘মিশন এক্সট্রিম ২’
সাদাকালো নিউজ
চলতি বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া বহুল আলোচিত সিনেমা ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’। জঙ্গিবাদ ও পুলিশ বাহিনীর বীরত্ব ও নিবেদন নিয়ে অ্যাকশন-ধর্মী থ্রিলার মুভিটি যৌথভাবে বানিয়েছেন সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ। দেশের প্রেক্ষাগৃহে সাফল্যের সাথে চলার পর দেশের বাইরেও মুক্তি পায় সিনেমাটি।
এবার দর্শকদেরকে সিনেমাটি ফ্রিতে উপভোগের সুযোগ করে দিয়েছে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপ। আগ্রহীরা এখন চলার পথেই এ মুভি উপভোগের সুযোগ পাবেন; কিংবা বাসায় বসে তাদের নিজস্ব ডিভাইসে মুভিটি দেখতে পারবেন।
বায়োস্কোপে ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ বিনামূল্যে দেখতে ব্যবহারকারীদের বায়োস্কোপ অ্যাপ ডাউনলোড করতে হবে অথবা প্ল্যাটফর্মটির ওয়েবসাইট ভিজিট করতে হবে। মুভিটি শুধুমাত্র বায়োস্কোপেই দেখা যাবে।
‘ব্ল্যাক ওয়ার’ প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী।