ফ্রান্সকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া
সাদাকালো নিউজ
ফিফা নারী বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়া। শনিবার সানক্রপ স্টেডিয়ামে টাইব্রেকারে ফ্রান্স নারী দলকে ৭-৬ গোলে হারিয়েছে স্বাগতিক সকারু নারীরা।
শক্তি ও ফিফা র্যাঙ্কিং বিবেচনায় অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে ছিল ফ্রান্স। কিন্তু নির্ধারিত সময়ে গোল করতে পারেনি তারা। গোল দিতে পারেনি অস্ট্রেলিয়াও।
ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল দিতে পারেনি কোন দল। এরপর ভাগ্য নির্ধারণের জন্য টাইব্রেকার হয়। সেখানে দশম শট নিয়ে সাতটিতে গোল দিয়ে শেষ চারে উঠেছে অস্ট্রেলিয়া।
টাইব্রেকারে অস্ট্রেলিয়া প্রথম শটেই গোল করে। কিন্তু ফ্রান্স মিস দিয়ে শট শুরু করে। পরের তিন শটে ফ্রান্স গোল করে। কিন্তু অস্ট্রেলিয়া মিস করে দ্বিতীয় শট। চার শট শেষে ৩-৩ সমতা ছিল দু’দল। এরপর পঞ্চম শট মিস করে দু’দলই।
পরের তিন শটে অস্ট্রেলিয়া ও ফ্রান্স গোল করে। নবম শটে গিয়ে আবার মিস করে দুই দল। দশম শটে গিয়ে হয় সেমির ফয়সালা। সেখানে অস্ট্রেলিয়ার কোর্টনি ভিনা গোল করলেও মিস করেন ফ্রান্সের ভিকি।