ফের সংঘর্ষ, নিউমার্কেট এলাকা রণক্ষেত্র
সাদাকালো নিউজ
রাজধানীর নিউ মার্কেট এলাকার পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আবারও দফায় দফায় এ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় দুইজন সাংবাদিকও আহত হয়েছেন। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
সংঘর্ষের ফলে সাইন্স ল্যাবরেটরি মোড় থেকে আজিমপুর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হয়েছে। এতে ওই সড়কসহ মিরপুর রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘সকালে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। দুই গ্রুপের সংঘর্ষ চলছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এছাড়া গত রাত থেকে আজ পর্যন্ত আমিসহ পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন।’
এর আগে সোমবার রাতে নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-পুলিশ-ব্যবসায়ী ত্রিমুখী সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের পর মধ্যরাতে ঢাকা কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।
এদিকে, গতকাল সংঘর্ষের পর রাতেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে মঙ্গলবার কলেজে উপস্থিত হয়ে ব্যবসায়ী ও পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করার আহ্বান জানানো হয়।
সোমবার মধ্যরাতে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় নিউমার্কেটের ব্যবসায়ীরা। এর প্রতিবাদে তিন দফা দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় নীলক্ষেত মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন ৭ কলেজের শিক্ষার্থীরা।
কর্মসূচি পালন করতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে জড়ো হতে থাকেন। এর একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।