ফের শ্রীলঙ্কার দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প
সাদাকালো নিউজ
বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাঁচা মরার লড়াইয়ে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এই জয়ে মূল পর্বে লঙ্কানদের জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেছে। ডাচদের বিপক্ষে ১৬ রানের জয়ে নেট রানরেটে বেশ এগিয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার টুয়েলভের মূল পর্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের গ্রুপ ‘১’-এ জায়গা করে নিয়েছে লঙ্কানরা।
‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়া-সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচ দিয়ে মূল পর্বের অন্য দলের ভাগ্য নিশ্চিত হবে। এই মুহূর্তে নেদারল্যান্ডস ৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে। নামিবিয়া আজ (২০ অক্টোবর) জিতলে তাদেরও সমান ৪ পয়েন্ট হবে। সেক্ষেত্রে দুই দলের মধ্যে যাদের রানরেট বেশি থাকবে তারাই জায়গা করে নেবে মূল পর্বে বাংলাদেশের গ্রুপে।
গিলংয়ে সাইমন্ডস ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ৭৯ রানে ভর করে ৬ উইকেটে ১৬২ স্কোর দাঁড় করায় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৪৬ রান তুলতে পারে ডাচ শিবির।
গিলংয়ে এদিন আগে ব্যাটিংয়ে নেমে ধীর শুরু পায় লঙ্কানরা। পাওয়ারপ্লেতে রান তোলে মোটে ৩৬। এরপর সপ্তম ওভারে টানা ২ উইকেট হারিয়ে বসে দাসুন শানাকার দল। সেখান থেকে লঙ্কানদের খেলায় ফেরায় মেন্ডিস এবং চারিথ আসালাঙ্কা। দুইজনে তৃতীয় উইকেট জুটিতে ৬০ রানের জুটি গড়েন।
৩১ রান করে আসালাঙ্কা ফিরলে ভাঙে জুটিটি। এরপর একপ্রান্তে মেন্ডিস একাই লড়াই চালিয়ে যায়। ৪৪ বলে ৫টি করে চার-ছয়ে ৭৯ রান করে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন এই লঙ্কান ওপেনার। ডাচদের পক্ষে মিকেরেন এবং বাস ডি লিড ২টি করে উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডসের পক্ষে ওপেনার ম্যাক্স ও’ডোড একাই লড়াই চালিয়ে যান। দল ৯ উইকেট হারালেও ওপেনিংয়ে নামা ম্যাক্স শেষ পর্যন্ত খেলে অপরাজিত ৭১ রানে ডাচদের খেলায় রাখেন। অন্যদের থেকে যোগ্য সঙ্গ না পাওয়ায় শেষ পর্যন্ত পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
লঙ্কানদের পক্ষে ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন ওয়ানিন্দু হাসারাঙা। মাহিশ থিকসানা নেন ২টি উইকেট।