ফের মা হচ্ছেন কারিনা?
সাদাকালো নিউজ
সম্প্রতি কারিনা কাপুরের ফ্যান পেজে কারিনা-সাইফের একটি ছবি ভাইরাল হয়েছে। ওই ছবি প্রকাশের পরেই কারিনা তৃতীয়বারের মতো গর্ভবতী হওয়ার গুঞ্জন রটেছে।
ওই ছবিতে কারিনা কাপুরকে একটি কালো রঙের ট্যাংক টপে দেখা যাচ্ছে। কারিনা একটি স্লিং ব্যাগ বহন করেছেন। ন্যুড মেকআপ এবং হাফ টাই চুলে কারিনাকে বেশ ভালো দেখাচ্ছিল।
কিন্তু ভক্তদের চোখ স্থির কারিনার পেটের দিকে। কারিনার ছবি দেখার পর অনেকে মনে করেন তিনি তৃতীয়বারের মতো মা হতে চলেছেন এবং ছবিতে তার বেবি বাম্প দেখা যাচ্ছে।
একইসঙ্গে অনেকে এটাও বলেছেন যে কারিনার এই ছবি পুরনো। ভাইরাল ছবিতে কারিনার বেবি বাম্প দেখার পরে, অনেকে দাবি করেছেন যে কারিনা সত্যিই গর্ভবতী, কারণ তিনি ছুটির দিন থেকে শেয়ার করা সমস্ত ছবিতে তার পেট লুকানোর চেষ্টা করেছেন।
এখন কী সত্যিই তৃতীয়বারের মতো মা হতে চলেছেন কারিনা কাপুর নাকি এটি অভিনেত্রীর পুরনো ছবি। এখন শুধু তিনি নিজেই এই রহস্য উদপঘাটন করতে পারবেন। এখন দেখা যাক অভিনেত্রী নিজে কী মন্তব্য করেন।