ফের বিয়ের জন্য পাত্র খুঁজছেন অভিনেত্রী সুবাহ
সাদাকালো নিউজ
ভাইরাল শব্দটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ঢালিউড অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। কেন না ব্যক্তিজীবনের নানা ঘটনার মধ্য দিয়ে তিনি বেশ কয়েকবার ভাইরাল হয়েছেন। বারবার এসেছেন আলোচনায়।
শুরুতে ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা, এরপর সংগীতশিল্পী ইলিয়াস হোসেনকে বিয়ে করে আলোচনার শীর্ষে ছিলেন সুবাহ। সবশেষ গত বছর ইলিয়াস-সুবাহ’র আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। আর নায়িকার অভিষেক হয় একি বছরের শেষদিকে ‘বসন্ত বিকেল’ সিনেমার মধ্য দিয়ে।
অভিনয়ের চেয়ে সোশ্যাল মিডিয়াতে বেশি সরব সুবাহ। ভক্তদের মাতিয়ে রাখতে প্রতিনিয়ত বিভিন্ন লুকের ছবি পোস্ট করেন। বিভিন্ন সময় স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরেন নানান ঘটনার চিত্র। এমনকি নায়িকার কমেন্ট বক্সে জমা পরে নেতিবাচক-ইতিবাচক নানা মন্তব্য।
এবার একা জীবন থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন সুবাহ। আর সেজন্য ভালো পাত্রের সন্ধানও করছেন তিনি। শুধু তাই নয়, আর কোনো প্রেমের সম্পর্কে জড়াবেন না তিনি- ফেসবুক লাইভে এসে এমনটাই জানিয়েছেন নায়িকা।
এই চিত্রনায়িকার ভাষ্য, ‘আপনারা আমার জন্য পাত্র দেখেন। ভালো পাত্রই তো পাচ্ছি না। এভাবে আর একা একা বিয়ে করে ফেঁসে যেতে চাই না। ভালো পাত্র পেলেই বিয়ে করব।’
এদিকে শোবিজ পাড়ায় গুঞ্জন নতুন প্রেমে পড়েছেন সুবাহ! এ বিষয়ে নায়িকা বলেন, ‘কত মানুষই তো কত কথা বলে। সবশেষে দেখা যায়, কথাগুলো মিথ্যে। আমি ওসব নিয়ে ভাবি না। তবে এটুকু বলব, গুঞ্জন তো গুঞ্জনই। এবার বিয়ে হবে পরিবারের পছন্দে। আর ভালো পাত্রের সন্ধানে আছি।’
এখনো অনেকেই ফেসবুকে মেসেজে তাকে বিয়ের প্রস্তাব দেন বলেও জানান অভিনেত্রী। তিনি বলেন, অনেকেই মেসেজে বিয়ের প্রস্তাব দেই। আবার কিছু ছেলে ফেক অ্যাকাউন্ট থেকে ম্যাসেজ দেই। এগুলো আসলে ডেট করার পাঁয়তারা। কারণ উপহার দেয়ার সময় আসলে এরা সবাই সাইলেন্ট হয়ে যায়।
সুবাহ মডেলিং ও অভিনয় দিয়ে যতটা নজর কেড়েছেন, তার চেয়ে বেশি আলোচনায় এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাসিরের সঙ্গে কথিত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে। ফেসবুক লাইভে এ সম্পর্ক নিয়ে নানা তথ্য জানিয়েছিলেন তিনি।
এর পর ২০২১ সালে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বাঁধেন ঘর। তবে এই সম্পর্কও টেকেনি তার। টাকার বিনিময়ে বিচ্ছেদ নিয়ে আলোচনায় আসেন তিনি। আর এখন তো সুবাহ চলচ্চিত্রের নায়িকা।
২০১৯ সালে নায়িকার খাতায় নাম লেখান সুবাহ। এখন পর্যন্ত ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে মুক্তি পেয়েছে কেবল একটি। অভিষেক সিনেমাটিও তেমন একটা ব্যবসাসফল হয়নি।