ফের করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ
সাদাকালো নিউজ
মহামারি করোনাভাইরাসে ফের মৃত্যুশূন্য বাংলাদেশ। গত এক দিনে করোনায় কারও মৃত্যু হয়নি। এর আগে টানা এক মাস মৃত্যুশূন্য থাকার পর শনিবার করোনায় একজনের মৃত্যু হয়।
এদিকে গত এক দিনে দেশে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ ৭৮ শতাংশ। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় শনাক্ত হন ২৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫৩ হাজার ২৩৩ জন, যাতে মোট শনাক্তের হার ১৩.৮৭ শতাংশ।
এদিকে ঢাকা মহানগরে গত কয়েক দিন ধরে বাড়ছে করোনার সংক্রমণ। গত এক দিনে দেশে নতুন করে যে ২৯ জন শনাক্ত হয়েছেন তাদের ২২ জনই ঢাকা মহানগর এলাকার। শনিবার যে ১৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ৯ জনই ঢাকা মহানগরের বাসিন্দা। আর শুক্রবার শনাক্ত হন ৫০ জন। এর মধ্যে ৪১ জনই ছিল ঢাকা মহানগরের।
করোনায় এ পর্যন্ত মোট মারা গেছেন ২৯ হাজার ১২৮ জন। মৃত পুরুষের সংখ্যা ১৮ হাজার ৫৯৫ ও নারীর সংখ্যা ১০ হাজার ৫৩৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৭ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৬৪ জন।