ফের এক হলেন রাজ-পরীমণি!
সাদাকালো নিউজ
সম্প্রতি চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনটা ভালো যাচ্ছে না পরীমণির। দাম্পত্য জীবন নিয়ে গণমাধ্যমে পাল্টা বক্তব্য দিয়েছেন দুজন। একে অন্যের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন। আর তাতে ভক্তরা ধারণা করছিল, হয়ত সত্যিই ভেঙে যেতে বসেছে রাজ ও পরীর সংসার। তবে ভক্তদের জন্য সুসংবাদ হলো, আবারও হাসিমুখে একসঙ্গে দেখা গেছে এই দুজনকে।
দুই সপ্তাহ ধরে চলা সাংসারিক কোন্দল ভুলে ফের স্ত্রী পরীমণির বাসায় ফিরেছেন রাজ। রোববার ভোরে পরীমণি তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিওতে দেখা যায়, দুজনে পাশাপাশি বসে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে কেক কাটছেন।
এসময় অভিনেত্রীর পাশে তার নানা শামসুল হক গাজীও ছিলেন। খুব ছোটবেলায় মা হারানো পরীমণিকে যিনি কোলেপিঠে করে বড় করেছেন, পড়াশোনা করিয়েছেন। এখনো পরীমণির সুখে-দুঃখের সাথী তার নানা। থাকেন পরীমণির বাসাতেই।
গেল বছরের ১০ আগস্ট রাজ ও পরীর সংসার আলো করে আসে পুত্রসন্তান রাজ্য। সেই হিসাবে শনিবার ১০ মাস পূর্ণ করে ১১ মাসে পা রেখেছে সে। সেই খুশির মুহূর্তই কেক কেটে উদযাপন করেছেন রাজ-পরী। তাদের দাম্পত্য কলহ যত চরমেই থাকুক, ছেলের দায়িত্ব পালনে সেটা বাধা নয় বলেই তারা বুঝিয়ে দিলেন।
স্বামী, ছেলে ও নানাকে নিয়ে কেক কাটার ভিডিও ফেসবুকে শেয়ার করে পরীমণি লিখেছেন, ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। হ্যাপি টেন মান্থস বাপজান।’ সঙ্গে জুড়ে দিয়েছেন, মাসের ১০ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই…।’
তবে রাজ-পরীমণির সংসারে এই সময়টা যেমন আনন্দের, একই সঙ্গে অর্থবহও। কারণ, বেশ কিছুদিন ধরেই বেশ টানাপোড়েন চলছে এই দম্পতির সংসারে। রাজের স্ত্রী পরিচয় দিতে চান না পরীমণি। এমনকি ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্সও চেয়েছিলেন। তবে পরীমণির শেয়ার করা ভিডিওতে ভক্তরা তাদের সংসারে প্রাণের সঞ্চার দেখছেন।
ভিডিওটি দেখে অনেকেই ছোট্ট রাজ্যকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার তারকা মা-বাবার জন্য শুভকামনাও জানাচ্ছেন। যদিও বিষয়টি নিয়ে রাজ কিংবা পরীমণি সরাসরি মন্তব্য করেননি। এখন দেখার অপেক্ষা, তারা এমন হাসি-আনন্দেই মেতে থাকবেন, নাকি বিচ্ছেদের পথে হাঁটবেন।
মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। সে খবর নায়িকা ফেসবুকে প্রকাশ করেন গেল বছরের ১০ জানুয়ারি। একইসঙ্গে পরীমণি জানান, তিনি রাজের সন্তানের মা হতে যাচ্ছেন। সেই অপেক্ষা শেষ হয় গত বছরের ১০ আগস্ট। পৃথিবীতে আসে রাজ্য।