ফের আ.লীগে ফিরছেন সাবেক মেয়র জাহাঙ্গীর?
সাদাকালো নিউজ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে চমক দেখিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। ১৬ হাজারের বেশি ভোটে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে পরাজিত করে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন তিনি। তবে স্থানীয়রা বলছেন, এই চমকের পেছনে জায়েদার তেমন কোনো ভূমিকা নেই। মূল ভূমিকা রেখেছেন ছেলে জাহাঙ্গীর আলম। নিজে ভোটের লড়াইয়ে টিকতে না পেরে মাকে সামনে এনেছেন আওয়ামী লীগের বহিষ্কৃত এই নেতা।
ভোটের লড়াইয়ে ক্যারিশমা দেখিয়ে নতুন করে ফের আলোচনায় এসেছেন জাহাঙ্গীর আলম। সম্প্রতি তাকে দল থেকে চিরতরে বহিষ্কার করা হলেও নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি আবার আওয়ামী লীগে ফিরছেন। গাজীপুরে জাহাঙ্গীর আলমের বিকল্প নেই- এমনটা মেনে নিয়ে আওয়ামী লীগ জাহাঙ্গীরকে আবার আনুকূল্য দিতে পারে বলে মনে করছেন কেউ কেউ। আর এমন গুঞ্জনে জাহাঙ্গীরের অনুসারীরা এখন নিয়ম করে ভিড় করছেন তার বাড়িতে।
এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, ভুলত্রুটি মানুষেরই হয়। জাহাঙ্গীরকে নিয়ে বিরোধী শিবিরের নেতারা প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়েছেন। নতুন করে দেখা করার সুযোগ পেলে জাহাঙ্গীরের দলে ফেরা সহজ হতে পারে। তাছাড়া দলের জন্য মহানগরে জাঙ্গীরকেই দরকার।
জাহাঙ্গীরের দলে ফেরার গুঞ্জনের ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, জাহাঙ্গীরকে বহিষ্কার করেছে দলের হাইকমান্ড। তাই তার দলে ফেরা বা না ফেরা সম্পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার। তিনি যেটা ভালো মনে করবেন সেটা সবাই মেনে নেবেন।
এদিকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেও জাহাঙ্গীর আলম নিজেকে এখনও আওয়ামী লীগের কর্মী বলে মনে করেন। বিজয়ী হওয়ার পর মা জায়েদা খাতুন এবং জাহাঙ্গীর আলমের প্রতিক্রিয়া তাদের আওয়ামী লীগে ফেরার গুঞ্জন জোরালো করেছে। জাহাঙ্গীর আলম জানিয়েছেন, নৌকা পরাজিত হয়নি, ব্যক্তির পরাজয় হয়েছে। তিনি এবং তার মা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান।
এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও জাহাঙ্গীর ইস্যুতে সতর্ক বক্তব্য দিচ্ছেন। তাদের কেউই জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো কথা বলেননি। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জায়েদা খাতুনকে অভিনন্দনও জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কাতার সফরে রয়েছেন। তিনি দেশে ফিরলে জাহাঙ্গীর ইস্যুতে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজমত উল্লা খান নৌকা প্রতীক নিয়ে দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট পেয়েছেন। ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন জায়েদা খাতুন।
এর আগে গাজীপুর সিটির প্রথম নির্বাচনে বিএনপির অধ্যাপক এম এ মান্নানের বিপরীতে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন আজমত উল্লা খান। দ্বিতীয় নির্বাচনে বিএনপির হাসান উদ্দিন সরকারকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম।