ফার্স্ট রিপাবলিক ব্যাংক মুনাফা দেওয়া স্থগিত করল
সাদাকালো নিউজ
যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতের অর্থনৈতিক সংকট যেন পিছু ছাড়ছে না। অল্প সময়ের মধ্যে দুটি ব্যাংক বন্ধ হওয়ার পর দেশটির আরও অনেক ব্যাংকের আর্থিক সংগতি নিয়ে শঙ্কিত বিশ্লেষকরা। এর আগে ব্যাংক খাতের গবেষণা সংস্থা মুডিসের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটির ব্যাংকের আর্থিক টানাপড়েনের চিত্র ফুটে উঠেছিল।
শুরু থেকেই দৈন্যের কারণে আলোচনায় ছিল দেশটির ফার্স্ট রিপাবলিক ব্যাংক। এবার আর্থিক সংকটের দোহাই দিয়ে ব্যাংকে জমা রাখা গ্রাহকের অর্থের বিপরীতে মুনাফা দেওয়া আপাতত স্থগিত করেছে ব্যাংকটি। গত শুক্রবার ব্যাংকটির নীতিনির্ধারকরা এমন সিদ্ধান্ত নিয়েছে।
গত মাসে সিলিকন ভ্যালি ব্যাংকের পর এবার ফার্স্ট রিপাবলিক ব্যাংকও গ্রাহকের সঞ্চয়ের বিপরীতে লভ্যাংশ দেওয়া স্থগিত করল। এদিকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম দুটি ব্যাংকের পতনের পরেই জানা যায় ফার্স্ট রিপাবলিক ব্যাংকের নড়বড়ে অবস্থার কথা। এমন অস্থিতিশীল পরিস্থিতি থেকে উদ্ধার করতে ব্যাংকটিতে ৩ হাজার কোটি ডলার আমানত হিসেবে জমা রেখেছে দেশটির অন্যান্য ব্যাংক।
এদিকে মুডিসের করা ডাউনগ্রেড রেটিংয়ে শুরুর দিকেই আছে ফার্স্ট রিপাবলিক ব্যাংক। এর পেছনে আরও আছে জিওনস ব্যাংক করপোরেশন, ওয়েস্টার্ন অ্যালায়েন্স ব্যাংক করপোরেশন, কমেরিকা ইনকরপোরেশন, ইউএমবি ফিন্যান্সিয়াল করপোরেশন এবং ইনট্রাস্ট ফিন্যান্সিয়াল করপোরেশন।