প্রেসক্লাবে কে জি মোস্তফার জানাজা সম্পন্ন
সাদাকালো নিউজ
গীতিকার, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট কে জি মোস্তফার ২য় জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর পৌনে ২টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় ২য় জানাজা। এতে ইমামতি করেন মাওলানা মনিরুজ্জামান।
জানাজা শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কে জি মোস্তফার কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। জানাজার আগে বাবার জন্য দোয়া কামনা করেন কে জি মোস্তফার ছোট ছেলে খোন্দকার রউফুল ইসলাম রনি। পরে তার মরদেহ দাফনের উদ্দেশে আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হয়।
এর আগে আজিমপুর নিউ পল্টন কলোনীর শাহী মসজিদে প্রথম জানাজা শেষে দুপুর সোয়া ১২টার দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে কে জি মোস্তফার মরদেহ প্রেস ক্লাবে নিয়ে আসা হয়।
গতকাল রাত ৮টার দিকে গীতিকার, সাংবাদিক ও কলামিস্ট কে জি মোস্তফা আজিমপুরে নিজ বাসায় অসুস্থবোধ করলে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগে ভুগছিলেন।
তোমারে লেগেছে এতো যে ভালো চাঁদ বুঝি তা জানে’ এবং ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ কালজয়ী গান দুটির গীতিকার তিনি। দুটি গানের সুরকার ছিলেন রবিন ঘোষ।
খ্যাতিমান এই গীতিকার বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক, ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ থেকে ‘দেশবরেণ্য গীতিকার’ পদকসহ আরও বহু পদকে ভূষিত হয়েছেন।