প্রীতি সংসারের হাল ধরবেন, আশা ছিল পরিবারের!
সাদাকালো নিউজ
ছোট ভাই এসএসসি পরীক্ষার্থী। নিজেও রাজধানীর একটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বাবার অল্প বেতনের টাকায় সংসারের খরচ মিটিয়ে দুই ভাইবোনের পড়ার খরচ মেটানো বেশ কঠিন ছিল।
একারণেই কাজের খোঁজ করছিলেন কলেজ-পড়ুয়া তরুণীটি। এক সপ্তাহ পর এপ্রিল মাসের শুরুতেই যোগ দেয়ার কথা ছিল তাঁর। অথচ এর আগেই দুনিয়া ছেড়ে চলে যেতে হলো সামিয়া আফনান জামাল প্রীতি নামে ২২ বছরের এই তরুণীকে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলগাঁওয়ে বান্ধবীর বাসায় যাওয়ার পথে পথহারা এক গুলি কেড়ে নেয় প্রীতির প্রাণ।
জানা গেছে, প্রীতির গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তবে সেখানে যাতায়াত কম। বাবার চাকরিসূত্রে ঢাকায় থাকে তার পরিবার। মা-বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন রাজধানীর পশ্চিম শান্তিবাগে।
প্রীতির পরিবার ঘনিষ্ঠরা জানান, ২০১৬ সালে এসএসসি পাস করেন প্রীতি। এরপর চার বছর বিরতি নিয়ে ভর্তি হন পরীক্ষায়। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি প্রীতি।
এ অবস্থায় পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রীতি নিজে চাকরির চেষ্টা করছিল৷ ১৫ হাজার টাকায় একটা অফিসে কাজও নিয়েছিল। তবে ভালো না লাগায় মাস দেড়েক পরে সেটা ছেড়ে দেন। সামনের মাসে আরেকটা নতুন কাজে যোগ দেয়ার কথা ছিল প্রীতির।