প্রাথমিকে শিক্ষক নিয়োগ ২য় ধাপের পরীক্ষা ২ ফেব্রুয়ারি
সাদাকালো নিউজ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষা ২ ফেব্রুয়ারি নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) প্রতিমন্ত্রী রুমানা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়।
মন্ত্রণালয় বলছে ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর প্রার্থীরা অংশ নেবেন।
এবার মোট আবেদনকারী চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রত্যাশী। পরীক্ষার্থী বাড়ার কারণে প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে কেন্দ্র বাড়ানো হয়েছে ১০০টি। এ ধাপে মোট ৬১৩টি কেন্দ্রে পরীক্ষা হবে।
এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা বিভাগ ধরে ধরে নেয়া হচ্ছে। গত বছরের ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। সেখানে তিন বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।