প্রাইভেটকারে যাত্রী তুলে মুক্তিপণ নিতেন তাঁরা!
সাদাকালো নিউজ
ঈদকে সামনে রেখে মুক্তিপণ আদায়ে আবদুল বারেক ওরফে রানার নেতৃত্বে একটি অপহরণ চক্র বেপরোয়া ছিল। তাঁরা পূর্বপরিকল্পনা অনুযায়ী রাজধানী ও আশপাশ এলাকায় গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে কারে যাত্রী তুলতেন। পরে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের মুখে অপহরণের কবলে পড়া ব্যক্তিদের মারধর করে তাঁদের স্বজনদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ে টাকা হাতিয়ে নিতেন চক্রের সদস্যরা।
গতকাল সোমবার রাতে রাজধানী ও নরসিংদীতে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা বারেকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির (উত্তর) যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী চক্রের সদস্যরা রাজধানীর ও আশপাশে জনাকীর্ণ স্থানে অবস্থান নিয়ে সকালে অফিসগামী যাত্রীদের পিছু নিতেন। তাঁরা যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়ার কথা বলে কারে ওঠাতেন। গাড়িচালকসহ চক্রের তিন-চারজন সদস্য যাত্রীবেশে বসে থাকতেন।
পরে যাত্রী তুলে চক্রের সদস্যরা নির্জন স্থানে নিয়ে খুন–জখমের ভয়ভীতি দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিতেন। পরে তাঁদের স্বজনদের ফোন করে মুক্তিপণ নিয়ে বিকেলে ছেড়ে দিতেন ভুক্তভোগীদের।