প্রথম রোমানিয়ায় সফর রাজা তৃতীয় চার্লসের
সাদাকালো নিউজ
রাজ্যাভিষেকের পর প্রথম ব্যক্তিগত সফরে রোমানিয়া পৌঁছেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।
বুখারেস্টে রোমানিয়ার প্রেসিডেন্টের প্রাসাদে শুক্রবার যথাযথ মর্যাদায় তাকে সামরিক অভ্যর্থনা জানানো হয়েছে।
এদিকে ইউরোপের পূর্বাঞ্চলীয় এই দেশে এটি তার একক সফর বলে জানা গেছে।
গত মাসে লন্ডনে চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করা দেশটির প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস সদ্য মুকুটধারী রাজাকে নিজ দেশে স্বাগত জানান।
এ সময় গ্রেট ব্রিটেন এবং রোমানিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়।
রাজাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার পর বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের সদস্যসহ প্রায় ৩০০ জন এক সংবর্ধনায় অংশ নেন।
রোমানিয়ায় পৌঁছে চার্লস বলেন, ‘এখানে আসার আগেও আমি রোমানিয়ার সঙ্গে গভীর সংযোগ অনুভব করেছি। রাজা মিহাইয়ের চাচাতো ভাই ছিলেন আমার বাবা প্রিন্স ফিলিপ। বাবা এখানে ছোটবেলায় তাদের একসঙ্গে খেলার স্মৃতি হৃদয়ে লালন করেছিলেন। সুতরাং, আমি সবসময় রোমানিয়াকে নিজের বাড়ির মতই অনুভব করেছি!’
চার্লস আরও বলেন, ‘নিজস্ব শিল্প-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, প্রাকৃতিক দৃশ্য এবং অমূল্য জীববৈচিত্র্যের জন্য আমি রোমানিয়াকে ভালবাসতে শিখেছি।’
ব্রিটেনের রাজা হিসেবে গত ৬ মে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।
তবে চার্লসের এই রোমানিয়া সফর কত দিনের সে ব্যাপারে বাকিংহাম প্রাসাদ থেকে কিছু জানানো হয়নি।