প্রথম আলো যা করেছে উন্নত কোনো দেশে হলে লাইসেন্স বাতিল হতোঃ ওবায়দুল কাদের
সাদাকালো নিউজ
দৈনিক প্রথম আলো যে কাজ করেছে তা উন্নত কোনো দেশে হলে লাইসেন্স বাতিল হতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (২ এপ্রিল) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবার গণঅভ্যুত্থানের হুংকার দিচ্ছে। অথচ তাদের গতকালের সমাবেশে ৫শ থেকে ৭শ লোকের বেশি উপস্থিত ছিল না।
বিএনপি রোজার দিনে রাস্তা বন্ধ করে সমাবেশ করে মানুষকে কষ্ট দিচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, জনগন যে আন্দোলনে থাকে না সেখানে গণঅভ্যুত্থান হয় না। তাদের নেতাকর্মীরা হতাশায় ভুগছে। পথ হারিয়ে পদযাত্রা মানববন্ধনে পরিণত হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, তাদের গণঅভ্যুত্থান আর দাঁড়াতে পারবে না। নির্বাচন নিয়ে গুজব তুলছে বিএনপি। নির্বাচন দিবে নির্বাচন কমিশন। নির্বাচনের আগে বা পরে হোক তাদের ভরাডুবি অনিবার্য। লন্ডনের ফরমায়েশ এদেশে চলবে না। শেখ হাসিনার উদারতার কারণে বেগম জিয়া আজ নিজের বাড়িতে আছেন। তার সাজা স্থগিত করে তাকে বাড়িতে রেখেছে। বিএনপি নেতারা আন্দোলন করে তাদের নেত্রীকে মুক্ত করতে পারে নাই।
প্রতিনিয়ত দন্ডপ্রাপ্ত আসামী তারেক রহমান অনলাইনে মিটিং করে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটাও বাংলাদেশে হচ্ছে, এরপরও তারা বলছে বাংলাদেশে স্বাধীনতা নেই।
বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, বিশ্ব নেতারা যখন শেখ হাসিনা সরকারকে প্রশংসা করছে তখন বাংলাদেশের এক শ্রেণীর মিডিয়া সরকারকে প্রতিনিয়ত আক্রমণ করছে।
শিশুর হাতে ১০ টাকা ধরিয়ে দিয়ে স্বাধীনতার মর্যাদা ক্ষুন্ন করা কি ঠিক হয়েছে এমন প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, বিশ্বের অন্য কোথাও এমনটি ঘটলে সেই গণমাধ্যমের লাইসেন্স বাতিল হতো। শেখ হাসিনা ঠান্ডা মাথায় কাজ করেন। কিন্তু এ অপরাধের জন্য কি তারা কোনো ক্ষমা চেয়েছে? যে জঘন্য অপরাধ তারা করেছে তার শাস্তি তাদের পাওয়া উচিত।
মির্জা ফখরুলদের আমলে সাংবাদিক হত্যার হোতা ছিলেন তারা। এখন তারা সাংবাদিকদের জন্য মায়াকান্না করে। স্বাধীনতাকে কটাক্ষ করা আর মাতৃভূমিকে কটাক্ষ করা একই কথা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।