প্রতিমন্ত্রীর পদ হারিয়ে একঘরে ডা. মুরাদ হাসান!
নাফিজা আক্তার
বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তথ্য প্রতিমন্ত্রীর পদ হারিয়ে নিজ নির্বাচনী এলাকায় একঘরে হয়ে আছেন জামালপুর-সরিষাবাড়ী ৪ আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। নিজ উপজেলার পৌর আওয়ামী লীগের সম্মেলনেও এখন ডাক পান না এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী এই নেতা।
এদিকে দীর্ঘ ৭ বছর পর ১২ মার্চ সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠ প্রাঙ্গনে সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রাত ৮টা পর্যন্ত সম্মেলনের কার্যক্রম চলে। ওই দিন মুরাদ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করলেও সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানো হয়নি।
স্থানীয় নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, ডা. মুরাদ হাসান বর্তমানে এমপি পদে বহাল থাকলেও ইউনিয়ন-উপজেলা-জেলা আওয়ামী লীগে কোনো পদে নাই। সে কারণে কোনো দলীয় কার্যক্রমে তাকে রাখা হয়নি।
গেল বছরের ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান। এর পরের দিনই জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।
তবে স্থানীয়ভাবে দলের কোন অনুষ্ঠানে মুরাদ হাসানকে দেখা না গেলেও মাঝেমধ্যে সরকারী অনুষ্ঠানে সংসদ সদস্য হিসেবে তিনি উপস্থিত থাকছেন। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে কিছু অনুদানও দিচ্ছেন মুরাদ। তবে এইসব কর্মকাণ্ডের সময় তার পাশে দলীয় কোন নেতাকর্মীদের দেখা যায়নি। স্থানীয় নেতাকর্মীরাও মুরাদের সঙ্গে দুরত্ব বজায় রেখে চলাচল করছে।