প্রতারণার শিকার বলিউড অভিনেত্রী রিমি সেন
নাফিজা আক্তার
বলিউডের বাঙালি অভিনেত্রী রিমি সেন। অনেকদিন হলো সিনেমা জগৎ থেকে নিজেকে দূরে রেখেছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। দীর্ঘ সময় পর খবরের শিরোনামে উঠে এলেন এই অভিনেত্রী। তবে কোনো ছবির কারণে নয়। সম্প্রতি আইনের দ্বারস্থ হয়েছেন এই অভিনেত্রী। দায়ের করেছেন লিখিত অভিযোগ।
কারণ, রিমির ৪ কোটি ১৪ লাখ রুপি আত্মসাৎ করে ফেলেছে রৌনক ব্যাস নামের এক ব্যবসায়ী। বিনিয়োগের কথা বলে ওই টাকা নিয়েছিল। কিন্তু নির্ধারিত সময় গড়িয়ে গেলেও কোনো লাভ তো দূরের কথা, আসল টাকাও পাচ্ছেন না অভিনেত্রী।
রিমির অভিযোগ, ২০১৯ সালে মুম্বাইয়ের একটি জিমে আলাপ হয় ওই ব্যবসায়ীর সঙ্গে। এরপর বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। নতুন ব্যবসায় বিনিয়োগের নামে তিনি অভিনেত্রীর কাছ থেকে ৪ কোটি ১৪ লাখ রুপি নেন।
এর বিপরীতে রিমিকে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ লাভের আশ্বাস দেন রৌনক। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো টাকা ফেরত পাননি অভিনেত্রী। একাধিকবার তাকে কল করলেও সাড়া দিচ্ছেন না। পরে তিনি জানতে পারেন, যে ব্যবসার নামে রিমির কাছ টাকা নেয়া হয়েছিল, সেখানেও কোন বিনিয়োগ করেননি রৌনক।
রিমি আরও জানান, ২০২০ সালের মার্চ মাসে নিজের অ্যাকাউন্ট থেকে মাত্র ৩ লাখ রুপি তার অ্যাকাউন্টে ট্রান্সফার করেন ওই ব্যবসায়ী। সেই সঙ্গে সাড়ে তিন কোটি রুপির একটি চেক দেন। কিন্তু চেক ভাঙাতে গিয়ে জানতে পারনে, ওই অ্যাকাউন্টের কোনো অস্তিত্ব নেই।