প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া-আলিয়ার গ্ল্যামার
বরাবরের মতো এবারও প্যারিস ফ্যাশন উইকে বলিউড তারকাদের গ্ল্যামার দেখা গেছে। বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই ও আলিয়া ভাট ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। হেঁটেছেন ফ্যাশন গালার রেড কার্পেটে।
মূলত এ দুই তারকা ফ্যাশন ব্র্যান্ড ল’রিয়ালের প্রতিনিধি হিসাবে হাজির হয়েছিলেন এ আয়োজনে। ঐশ্বরিয়া এ ব্র্যান্ডটির সঙ্গে বহুবছর আগে থেকেই যুক্ত। অন্যদিকে আলিয়া এ পরিবারে নতুন।
এদিন আলিয়াকে কালো অফ শোল্ডার জাম্প স্যুটের সঙ্গে মেটালিক সিলভার বাস্টিয়ারে দেখা গেছে। অন্যদিকে, দীর্ঘদিনের এ ব্র্যান্ডের মুখ ঐশ্বরিয়া ঢিলেঢালা সাটিনের লাল গাউন এবং গাড় লাল লিপস্টিক পরেছেন।
ঐশ্বর্যর লুক আরও আকর্ষণীয় করে তোলে ঠোঁটে গাঢ় লাল রঙের ছোঁয়া। কানের রেড কার্পেট হোক বা ঘরোয়া পার্টি—সবখানে মানানসই সাজের সঙ্গে গাঢ় লাল লিপস্টিক পরার ট্রেন্ড এনেছিলেন তিনি। আন্তর্জাতিক র্যাম্পেও সেই ধারা বজায় রেখেছেন।
মঞ্চে এসেই হাতজোড় করে দর্শকদের নমস্কার জানান ঐশ্বরিয়া। তার এ ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ফ্রান্সের মঞ্চে ভারতীয় সংস্কৃতি তুলে ধরায় তাঁর প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। সব মিলিয়ে মনোমুগ্ধকর প্যারিস ফ্যাশন গালায় ঐশ্বরিয়া এবার আরও একবার প্রমাণ করেছেন তিনি ‘কুইন অব র্যাম্পস’।
অন্যদিকে কালো অফ শোল্ডার জাম্প স্যুটের সঙ্গে মানানসই মেটালিক সিলভার বাস্টিয়ারে নজর কেড়েছেন আলিয়া ভাট। কানে বড় দুল। আলাদা করে নজর কেড়েছে তাঁর ‘ওয়েট হেয়ার লুক’।
ঠোঁটে স্মিত হাসি নিয়ে মঞ্চে হাঁটতে হাঁটতে দর্শকের উদ্দেশে হাত নাড়েন, ফ্লাইংং কিস ছুড়ে দেন। এই প্রথম প্যারিস ফ্যাশন উইকের মতো কোনো আন্তর্জাতিক র্যাম্পে হাঁটলেন পর্দার ‘গাঙ্গুবাই’। পেশাগতভাবে মডেলিং না করলেও এদিন তাঁর মধ্যে বিন্দুমাত্র জড়তা ছিল না।