পোল্যান্ড সীমান্তের কাছের সামরিক ঘাঁটিতে রুশ হামলা
সাদাকালো নিউজ
ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের আজ রোববার ১৮তম দিন। যুদ্ধ শুরুর প্রথম থেকেই ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলা অব্যাহত আছে। সেই ধারাবাহিকতায় রুশ বাহিনী পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে একাধিক বিমান হামলা চালিয়েছে ।
বার্তা সংস্থা এএফপি আজ রোববার (১৩ মার্চ) ইউক্রেনের স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে।
জানা যায়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের বাইরে এই সামরিক প্রশিক্ষণকেন্দ্রটি অবস্থিত।
লভিভ শহরের আঞ্চলিক প্রশাসনের প্রধান ম্যাক্সিম কোজিটস্কি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানান যে লভিভ থেকে মাত্র ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমের সামরিক প্রশিক্ষণকেন্দ্রটিতে হামলা চালায় রাশিয়া।
তিনি বলেন, রাশিয়ার বাহিনী এখন পর্যন্ত কেন্দ্রটিতে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে হামলায় হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
ইউক্রেনের এই শহরটিতে প্রায় সাত লাখ মানুষের বসবাস। রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই শহর থেকে জীবন বাঁচাতে অনেক মানুষ পালিয়ে গেছেন সীমান্তবর্তী দেশ পোল্যান্ডে । আর ইউক্রেন থেকে যারা পোল্যান্ডে কিংবা অন্য দেশে চলে যাচ্ছেন তাঁরা সাধারণত লভিভ শহরটিকে একটি ট্রানজিট হিসেবে ব্যবহৃত করছেন। এছাড়াও, এই শহর হয়েই আসে ইউক্রেনের জন্য পশ্চিমাদের পাঠানো মানবিক ও সামরিক সহায়তা।
আর সামগ্রিকভাবে চিন্তা করেই বর্তমানে পুতিনের সৈন্যরা এই লভিভ শহরকে টার্গেট করে আগ্রাসন চালাচ্ছে।