পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণের মামলায় মাহি গ্রেপ্তার
সাদাকালো নিউজ
দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ধরেছে পুলিশ। শনিবার ঢাকার বিমানবন্দর এলাকা থেকে মাহিকে ধরে নিয়ে যায় গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। ওমরাহ শেষে এদিন দেশে ফিরেছিলেন চিত্রনায়িকা। সৌদি আরবে তার স্বামী রকিব সরকারও গিয়েছিলেন। তাবে মাহি একাই দেশে ফেরেন।
গেল বছরের ১৩ই সেপ্টেম্বর গাজীপুরের বাসন এলাকার বাসিন্দা ব্যবসায়ী রকিব সরকারকে বিয়ে করেন মাহি। রকিব ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ কমিটির সদস্য। রকিবকে বিয়ের পর রাজনীতির মাঠে নামেন মাহিও।
রাজনীতিতে নেমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হন মাহি। একিসঙ্গে এ সংগঠনের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব নিয়েছেন তিনি। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরমও কিনেছিলেন তিনি।
১৭ই মার্চ সকালে সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে এসে মাহি অভিযোগ করেছিলেন, তার স্বামী রকিবের গাড়ির শোরুম কিছু মানুষ তচনচ করেছে। এছাড়া পুলিশের বিরুদ্ধে ‘টাকা নিয়ে প্রতিপক্ষকে জমি দখলে দেয়ার চেষ্টারও’ অভিযোগ তুলেন তিনি। এ ঘটনায় সরাসরি গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের দিকে আঙুল তোলেন নায়িকা।
এরপর এমন মিথ্যা, বানোয়াট, মানহানিকর তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করার জন্য মাহি ও রকিবের বিরুদ্ধে গাজীপুর বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। এছাড়া জমি দখলের অভিযোগ এনে আরেকটি মোকদ্দমা করেন স্থানীয় ইসমাইল হোসেন।
এই দুই মোকদ্দমায় মাহিকে ধরা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার ইব্রাহিম। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এদিকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়িকা মাহি পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন। মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেয়ার চেষ্টা করেছেন। অথচ মাহি বা তার স্বামী জমিজমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমার কাছে আসেননি। যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তাদেরও আমি চিনি না।
রাজশাহীর মেয়ে মাহির সিনেমায় অভিষেক ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর এক দশকে বেশ কিছু ব্যবসাসফল সিনেমার নায়িকা হন তিনি। গেল বছরের সেপ্টেম্বরে মাহি জানান, তিনি মা হতে যাচ্ছেন। অনাগত সন্তানের অপেক্ষায় থাকার মধ্যে পুলিশের হাতে ধরা পড়লেন তিনি।