পুঁজিবাজারেও আলো আসবে : শিবলী
সাদাকালো নিউজ
পুঁজিবাজারে আবারও আলো আসবে বলে মন্তব্য করেছেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।
বুধবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কার্যালয়ে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, আজ সকালের আমার একজন প্রিয় মানুষ সকালে একটি গুডমর্নিং ম্যাসেজ পাঠিয়েছে। ম্যাসেজটি পড়ে আমার খুব ভালো লেগেছে। ট্রেন যখন চলে, মাঝে মধ্যে কিন্তু টানেলের মধ্যে অন্ধকারে ঢুকে পড়ে। আবার কিন্তু বের হয়ে আসে। তাই ওই সময়ের জন্য আমরা যেন ভয় না পাই। কারণ ট্রেন বাইরে এলে, আবার আলো আসবে। তেমনি পুঁজিবাজারেও আলো আসবে।
শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, এটিবির সুফল সামনের দিনগুলোতে পাওয়া যাবে। এই পদ্ধতি আরও ৩০ বছর আগে চালু হওয়া উচিত ছিল। আমাদের বিনিয়োগকারীরা আগে বদ্ধ পরিসরে ছিল। একটি ঘরের সব দরজা–জানালা বন্ধ থাকলে যেমন অস্বস্তিকর ভাবনা আসে; ঠিক তেমনি পুজিবাজারের এক্সিট পদ্ধতির অভাবে বিনিয়োগকারীরা দুশ্চিন্তায় থাকে। এক্সিট পদ্ধতি না থাকলে মানুষ বিনিয়োগ করতে চায় না। বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের কাছে এখনও অনেক নতুন প্রজেক্টের প্রস্তাব আসে। এতে আইএমএফ ও এডিবি অবাক হচ্ছে। এটিবির মাধ্যমে পুজিবাজার উন্নতি লাভ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজার নিয়ে আস্থা হারানোর কোনও কারণ নেই। আপনারা সবাই আস্থা রাখবেন, বাজার ভালো হবেই। আমরা যখন আইনটা তৈরি করেছি তখন বৈশ্বিক রিস্কগুলোর কথা মাথায় রাখা হয়েছে। এটিবি মার্কেটের শুরুর দিনে পৌনে ৫০০ কোটি টাকা দুটি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে।
সভাপতির বক্তব্যে ডিএসইর চেয়ারম্যান ড. ইউনুসুর রহমান বলেন, আগে আমরা এসএমই মার্কেটে ভালো সাড়া পেয়েছি। আজকের এই অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডও ভালো একটি অবস্থানে যাবে। অতীতে পুঁজিবাজারে অবকাঠামো কোনও উন্নতি ছিল না। তবে বর্তমানে আমরা এদিক থেকে অনেকদূর এগিয়েছি। তাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুকসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা।
উদ্বোধনী দিনে এটিবিতে তালিকাভুক্ত হয় ইকুইটি সিকিউরিটিজ হিসেবে লংকাবাংলা সিকিউরিটিজ এবং ডেবট সিকিউরিটিজ হিসেবে প্রাণ এগ্রোর বন্ড।