পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন: জেলেনস্কি
সাদাকালো নিউজ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে তার দেশের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে। শনিবার রাজধানী কিয়েভে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেছেন।
জেলেনস্কি বলেছেন, ‘পাল্টা আক্রমণ এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
তবে পাল্টা আক্রমণ কোন পর্যায়ে ছিল সে বিষয়ে তিনি বিস্তারিত কথা বলবেন না বলে জানিয়েছেন জেলেনস্কি।
পশ্চিমা সংবাদমাধ্যমগুলো শনিবার জানিয়েছে, ইউক্রেনীয় সেনারা পূর্ব বাখমুতের কাছে এবং দক্ষিণে জাপোরিঝিয়ার কাছে অগ্রসর হয়েছে। তারা রাশিয়ার লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলা চালিয়েছে।
এর আগে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ‘আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে, ইউক্রেনীয় আক্রমণ শুরু হয়েছে।’