পাকিস্তানে সম্ভাব্য ঈদের তারিখ ঘোষণা
সাদাকালো নিউজ
দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে পবিত্র রমজান। রমজানের সময় যত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দরজায় কড়া নাড়ছে ঈদ আনন্দ। কবে ঈদ হতে পারে তা নিয়ে মুসলিম বিশ্বের অনেক দেশ আলোচনা শুরু করে দিয়েছে।
ইতোমধ্যে ঈদের তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরিব আমিরাত। এবার আরব আমিরাতের পাশাপাশি ঈদ কবে হবে তা জানিয়েছে দিয়েছে পাকিস্তান। যদিও ঈদুল ফিতর ঠিক কবে অনুষ্ঠিত হবে, সেটা নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর।
পাকিস্তানের রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিল (আরএইচআরসি) বলেছে, আগামী ২১ এপ্রিল শুক্রবার সারা দেশে চলতি বছরের ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কাউন্সিলের মহাসচিব খালিদ ইজাজ মুফতি জানিয়েছেন, শাওয়ালের চাঁদ দেখার জন্য আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার কমিটির বৈঠক ডাকা হবে।
পবিত্র রমজান মাসে টিকটকে অশ্লীল ভিডিও শেয়ার করায় ৫ টিকটকার গ্রেপ্তার
থানায় ঢুকে পুলিশকে পিটিয়ে তিন ডাকাতকে ছিনিয়ে নিল উত্তেজিত জনতা
ওই দিন (বৃহস্পতিবার) সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পর দিন ২১ এপ্রিল শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের মহাসচিব বলেন, পবিত্র রমজান মাস ৩০ দিন অর্থাৎ ৩০ রোজা পূর্ণ করার পর সম্ভবত আগামী ২২ এপ্রিল ঈদ উদযাপিত হবে।