পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে দুঃসংবাদ দিল আইএমএফ
সাদাকালো নিউজ
দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে ২০২৩-২৪ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কেমন হবে এ নিয়ে নতুন করে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, চলমান অর্থবছরে ইসলামাবাদের জিডিপি প্রবৃদ্ধি হবে মাত্র ০ দশমিক ৫ শতাংশ।
এর আগের পূর্বাভাসে প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশ হবে বলেছিল আইএমএফ। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে পূর্বাভাসটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে সংস্থাটি।
বিশ্বের পঞ্চম সর্বোচ্চ জনবহুল দেশ পাকিস্তানে মূল্যস্ফীতি ধারণার চেয়েও বেশি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইএমএফ। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানে মূল্যস্ফীতি ২৭ শতাংশ ছাড়িয়ে যাবে। এ ছাড়া দেশটিতে বেকারত্বের হার বেড়ে প্রায় ৭ শতাংশে পৌঁছতে পারে। যা গত অর্থবছরের তুলনায় বেশি।
এদিকে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পাকিস্তানের জিডিপির প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়ার পর নিজেদের পূর্বাভাস প্রকাশ করেছে আইএমএফ। ওই দুটি সংস্থার মতো ওয়াশিংটনভিত্তিক এ আর্থিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলমান অর্থবছরে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় থমকে থাকবে। তবে আগামী অর্থবছরে দেশটির অর্থনীতির চাকা কিছুটা সচল হতে পারে।