পাকিস্তানকে ক্ষমা চাইতে বাধ্য করা হবে: শাজাহান খান
সাদাকালো নিউজ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, জাপান যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিপূরণ দিয়েছিল, তেমনি একদিন পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশও ক্ষতিপূরণ আদায় করতে পারবে। এমনকি পাকিস্তানকে ক্ষমা চাইতেও বাধ্য করা হবে।
শনিবার (২০ মে) সকালে মাদারীপুর শহরের লেকেরপাড়ে পাঁচ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে পাঁচতলাবিশিষ্ট নবনির্মিত বঙ্গবন্ধু ল’ কলেজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
শাজাহান খান বলেন, অসংখ্য মানুষকে বিএনপির হাতে জীবন দিতে হয়েছে। সেই বিএনপি গণতন্ত্রের কথা বলে মাঠ গরমের চেষ্টা করছে। কিন্তু পারছে না। পৃথিবীতে বহু গণতান্ত্রিক দেশ রয়েছে, সেই দেশগুলোতে যেভাবে জাতীয় নির্বাচন হয়। ঠিক তেমনি বাংলাদেশেও নির্বাচন হবে। এর বাইরে নির্বাচন করার কোনো সুযোগ নেই।
এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাসুদ আলম খান, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, বঙ্গবন্ধু ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট রেজাউল করিমসহ অনেকেই।