পরীর সংসার ভাঙার পেছনে সুনেরাহ’র কি হাত আছে?
সাদাকালো নিউজ
ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হওয়া ছবি ও ভিডিও কাণ্ডের ঘটনায় তৈরি হওয়া বিতর্ক এখনো থামেনি। ঘটনার পর থেকেই রাজ দাবি করে আসছেন, পোস্টগুলো তার অ্যাকাউন্ট থেকে করা হলেও এসব ভিডিও ফুটেজ কিছুই তার কাছে নেই। তাহলে কীভাবে এই স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ হলো? সে বিষয়েও এখন পর্যন্ত কিছুই জানেন না তিনি।
এদিকে এ ঘটনায় মোকদ্দমার পথে হাঁটার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও তানজিন তিশা। কারণ ভিডিওতে তাদেরও সম্মানহানি হয়েছে। এর জবাবে রাজ বলেছেন, তিনিও চাইছেন মামলা হোক। এটি হলেই তদন্ত হবে। এরপর আসল ঘটনা বের হয়ে আসবে।
এর আগে প্রথমে ছবি, ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় সুনেরাহকে দায়ী করেন পরীমণি। সুনেরাহর নাম উল্লেখ করে এর আগে গণমাধ্যমে তিনি বক্তব্যও দিয়েছেন। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন সুনেরাহ। পরীমণির সেই গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন।
সুনেরাহ জানান, হঠাৎ করেই তার মোবাইলে ফোন আসা শুরু হয়। এরপর অনলাইনে গিয়ে তিনি হতবাক হয়ে যান। এই ভিডিও তিন বছর আগের। এছাড়া তিনি নাকি জানতেনও না এ ধরনের ভিডিও আছে। এসব দেখে প্রথমে তিনি রাজকে ফোন দেন। তার কাছে জানতে চান, এসব সে কেন করেছে? পরে রাজ তাকে জানায়, এসব সে করেনি। আরেকজনের দিকে আঙ্গুল তোলে। পরে রাজকে পাবলিকলি কথা বলতে বলেন নায়িকা।
অভিনেত্রী জানান, পরে তিনি দেখেন পরীমণি তাকে মেনশন দিয়ে ব্লেম করছে। অথচ এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। শুধু তাই নয়, রাজের সাথে তার অনেকদিন ধরে কোনো যোগাযোগও নেই। কল রেকর্ড এবং লোকেশন চেক করার কথা বলেন নায়িকা।
পরীমণির সংসার ভাঙ্গার ক্ষেত্রে তার কোনো ইনভলমেন্ট নেই বলেও জানান সুনেরাহ। তিনি বলেন, তারও ফ্যামিলী, মান ইজ্জত আছে। বিষয়টি মানুষ সব কিছু বুঝছে। এ বিষয়টি রাজও ক্লিয়ার করেছে। নিজের জায়গা থেকেও ক্লিয়ার করেছেন। এখন তদন্ত করলে সত্যটা বেরিয়ে আসবে। বিশেষ করে ফোনের লোকেশন চেক করার কথা বলেন তিনি।
এদিকে ছবি, ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় প্রথমে সুনেরাহকে দায়ী করলেও এখন ভোল পাল্টেছেন পরীমণি। তিনি এখন ছবি ও ভিডিও ফাঁসের ঘটনার জন্য রাজের পরিবারের কোনো এক সদস্যকে দোষারোপ করছেন। তবে কোন সদস্য তা তিনি বলেননি।
পরীমণি জানান, অনেকে হয়তো তাকে সন্দেহ করছে। কিন্তু এ ঘটনার সাথে তিনি জড়িত নন। তবে তিনি শতভাগ নিশ্চিত, সঠিক তদন্ত হলে এমন একজনের নাম আসবে, শুনলে সবাই অবাক হবেন। তবে তিনি ওই ব্যক্তির নাম বলেননি। কিন্তু এও জানিয়েছেন, কোনো কিছুই গোপন থাকে না। সত্য একদিন বের হয়ে আসবেই।