পরীর মাতৃত্বের কেটে গেছে চার মাস
সাদাকালো নিউজ
এইতো সেদিনের কথা। এরইমধ্যে কেটে গেছে চার মাস! গত ১০ আগস্ট বিকেল ৫টা ৩৬ মিনিটে পৃথিবীর বুকে যাত্রা শুরু করেছে রাজ-পরী দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।
ছেলের বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন তার বাবা-মা। রাজের তোলা সেই মুহূর্তের একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যকে শুভেচ্ছা জানিয়েছেন পরীমণি।
তিনি লিখেছেন, আমাদের ছেলের চার মাস হয়ে গেলো, আলহামদুলিল্লাহ। চার মাসের শুভেচ্ছা বাজান।
পোস্টের নিচে হ্যাশট্যাগে লিখেছেন, শাহীম মুহাম্মদ রাজ্য। সেখানে রাজ্যের বাবাকে ছবি তোলার ক্রেডিটও দিয়েছেন মা পরী। ঘন্টা পেরুতে না পেরুতেই তার সেই পোস্টে ১৪ হাজারেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।
রাজ্যকে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেছিলেন। আপাতত ছেলের সঙ্গে মধুর সময় কাটাচ্ছেন মা পরী। সম্প্রতি ছেলেকে নিয়ে প্রথমবারের মতো অবকাশ যাপনে গিয়েছিলেন এই দম্পতি। সেখান থেকে নানা মুহূর্তের স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের দেখার সুযোগ করে দিয়েছেন পরীমণি।