পরীমণির অনুসারীর সংখ্যা শাকিব খানের তিনগুণ!
নাফিজা আক্তার
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। গত ছয় মাসে শোবিজ তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তিনি। সবশেষ গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার এবং বিয়ে করার জোড়া সুখবর দিয়ে আলোচনায় আসেন তিনি। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। শুধু বাংলাদেশেরই নয়, গোটা বিশ্বের ক্রিকেট আইকন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
তবে সাকিব আল হাসানকে খুব শিগগিরই ছুঁয়ে ফেলতে যাচ্ছেন পরীমণি। হয়তো সাকিবকে ছাড়িয়েও যাবেন অছিরেই। হয়তো আপনি প্রশ্ন করতে পারেন একজন ক্রিকেটারের সঙ্গে একজন অভিনয়শিল্পীর কিসের প্রতিযোগীতা হচ্ছে? কোন দিক দিয়ে খেলোয়াড় শাকিবকে ছাড়িয়ে যাচ্ছেন পরীমণি? দুই জনের ক্ষেত্র দুটি, সম্পূর্ণ আলাদা?
একটি জায়গায় একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। আর সেটা হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে। কারণ তারা দুজনেই ফেসবুকে বেশ সক্রিয়। দেখা গেছে, এই মুহূর্তে ফলোয়ারের সংখ্যায় সাকিবের খুব কাছাকাছি চলে এসেছেন পরীমণি।
ফেসবুকে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার সাকিব আল হাসানের। মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ১ কোটি ৫৩ লাখ ৩০ হাজার ৩২২ জন। অন্যদিকে একই সময়ে পরিমণির ফলোয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ৫১৭ জন। অর্থাৎ সাকিবের ঘারে নিশ্বাস ফেলছেন পরিমণি।
মিনিটে অভিনেত্রী পরিমণির যেভাবে ফলোয়ার সংখ্যা বাড়ছে তাতে করে সাকিবকে কম সময়ের মধ্যে ধরে ফেলা অসম্ভবের কিছু নয়। এর আগে গেল বছরের জুনের প্রথম দিকেও ‘বিশ্বসুন্দরী’ খ্যাত নায়িকার ফলোয়ার সংখ্যা ছিলো ১ কোটি ১৭ লাখ। তবে ৭ জুনের পর বোটক্লাবকাণ্ড ও র্যাবের হাতে আটক হওয়ার পর থেকে হু হু করে বেড়েছে এ নায়িকার ফ্যান ফলোয়ার সংখ্যা।
এই সময়ের মধ্যেই পরিমণি ছাড়িয়ে যান সাকিবের সতীর্থ আরেক ক্রিকেট তারকা মুশফিকুর রহিমকে। মিস্টার ডিপেন্ডেবলের ফেসবুক ফলোয়ার সংখ্যা এখন ১ কোটি ৩০ লাখ।
চলচ্চিত্র তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যায় পরীর পরে রয়েছেন নায়িকা পূর্ণিমা। তার ফলোয়ার সংখ্যা ৯৭ লাখ। অপু বিশ্বাসের ফেসবুক পেজে ফলোয়ার সংখ্য ৮৭ লাখ। এছাড়া জয়া আহসান ও শাকিব খানের ফলোয়ার ৫৬ লাখ।