পরাজয় দিয়ে বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশের মেয়েদের
সাদাকালো নিউজ
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করলো বাংলাদেশ। খেলেছে ছয়টি ম্যাচ। জিতেছে ১টি ম্যাচ। ভারত ও ইংল্যান্ড ছাড়া বাকি ম্যাচ গুলোতে প্রতিপক্ষের সাথে দারুণ লড়াই করেছে তারা। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে ঐতিহাসিক জয় স্মরণীয় হয়ে থাকবে দেশের নারী ক্রিকেটে।
ব্যাটিংয়ে কিছুটা পিছিয়ে থাকলেও বোলিংয়ে নজর কেড়েছে নিগার সুলতানার দল। ব্যাটিংয়ে ব্যার্থতা বেশ ভুগিয়েছে প্রায় প্রতি ম্যাচেই।
নারী ক্রিকেটের অগ্রগতিতে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রয়োজনীয়তা বোধ করছেন অধিনায়ক নিগার, ‘আমাদের আরো বেশি ম্যাচ খেলা প্রয়োজন, আন্তর্জাতিক ম্যাচ এবং আমরা আরো শিখব।’
বিশ্বকাপের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছে বাংলাদেশ। আর এজন্য ব্যাটিং ব্যার্থতাকে দায়ী করলেন অধিনায়ক, ‘ভালো একটি জুটির অভাব, যেভাবে আমরা শুরু করেছিলাম এবং পরে অনেক বেশি উইকেট হারালাম। আমি মনে করি এটা ছিল তাড়া করার মতো রান এবং উইকেটও খুব ভালো ছিল। টপ অর্ডার যদি ৩০-৩৫ ওভার খেলতে পারতো, ফল হয়তো ভিন্ন হতো।
দলীয় প্রচেষ্টায় হতাশ হলেও ব্যক্তিগত প্রচেষ্টায় বেশ খুশি অধিনায়ক। সালমা খাতুন টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলেছেন। নাহিদা আখতার, জাহানারা আলম ও রিতু মনির, লতা , স্ব স্ব ক্ষেত্রে ভাল খেলেছেন।