পরস্পরকে কিল-ঘুষি মারলেন এমপি-উপজেলা চেয়ারম্যান
সাদাকালো নিউজ
দীর্ঘ প্রায় ২৭ বছর পর কুমিল্লার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে নেয়া হয়েছিল সকল প্রস্তুতি। তৈরি হচ্ছিল বিশাল প্যান্ডেল। কিন্তু শেষ মুহূর্তে এসে সম্মেলন স্থগিত করা হয়েছে।
শনিবার (১৬ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে হাতাহাতি ও কিল-ঘুষির ঘটনা ঘটে। এতে আগামী ২১ জুলাই অনুষ্ঠিতব্য সম্মেলন স্থগিত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের আহ্বানে কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের নেতারা জাতীয় সংসদের এলডি হলে উপস্থিত হন। সেখানে সম্মেলনের বিষয়ে মতবিনিময় করেন নেতারা। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিটির বিষয়ে আলোচনা হয়।
কয়েকটি ইউপি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার। সর্বশেষ একটি ইউপির নেতার নাম ঘোষণা করা হলে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘সুন্দর হয়েছে’। এ কথা বলার সঙ্গে সঙ্গে আজাদের দিকে তেড়ে আসেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। কথা কাটাকাটির এক পর্যায়ে আজাদকে কিল-ঘুষি মারতে শুরু করেন ফখরুল। আজাদও সংসদ সদস্যকে কিল-ঘুষি মারেন। পরিস্থিতি জটিল হতে থাকলে উপস্থিত নেতারা তাঁদের শান্ত করেন।
এদিকে ঢাকার সংসদ ভবনে ঘটে যাওয়া ঘটনার উত্তাপ ছড়িয়েছে দেবিদ্বার উপজেলা পর্যন্ত। শনিবার রাতে উভয় গ্রুপ এলাকায় প্রতিবাদ-বিক্ষোভ করেছে। উপজেলা সদরে ঘটেছে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। উপজেলা চেয়ারম্যান গ্রুপ রাতে বাগুর এলাকায় সড়ক অবরোধ করেছে। রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।