পবনের পারিশ্রমিক ৯৫ কোটি টাকা!
সাদাকালোপ নিউজ
ভারতের দক্ষিণী সিনেমার ‘পাওয়ার স্টার’খ্যাত অভিনেতা পবন কল্যাণ। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় তিনি। জন সেনা দলের প্রধান এই অভিনেতা।
রাজনীতিতে সক্রিয় থাকলেও অভিনয় থেকে দূরে সরেননি পবন। বরং নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। তাকে নিয়ে পরিচালক সুজিত রেড্ডি নির্মাণ করছেন তেলেগু ভাষার ‘ওজি’ শিরোনামে সিনেমা। আর এ সিনেমার জন্য মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক নিচ্ছেন পবন।
টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ওজি’ সিনেমার জন্য পবন কল্যাণ পারিশ্রমিক নিচ্ছেন ৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯৫ কোটি ১০ লাখ টাকার বেশি)। পাশাপাশি সিনেমাটির লভ্যাংশের তিন ভাগের এক ভাগ পাবেন তিনি।
এরই মধ্যে পরিচালক সিনেমাটির পোস্টার প্রকাশ করে ঘোষণা দিয়েছেন। তাতে দেখা যায়, হেলে পড়া সূর্যের সামনে দাঁড়ানো পবনের ছায়া। পোস্টারে লেখা— ‘দে কল হিম ওজি’। ডি ভিভি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।