পদত্যাগ করলেন ব্যাংক এশিয়ার এমডি
সাদাকালো নিউজ
ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ বিল্লাহ আদিল চৌধুরী হঠাৎ পদত্যাগ করেছেন। এ নিয়ে ব্যাংক পাড়ায় নানা ধরণের গুঞ্জন শুরু হয়। ঋণ অনিয়মের কারণে পদ থেকে সরে গেছেন এমনটা মনে করা হলেও সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। গত সপ্তাহের শেষ দিকে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ব্যাংক এশিয়া সূত্রে জানা গেছে, ব্যাংক কর্তৃপক্ষ তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে ২১ অক্টোবর পর্যন্ত ছুটি দিয়েছেন। একই সঙ্গে অতিরিক্ত এমডি শফিউজ্জামানকে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দিয়েছে ব্যাংক এশিয়া।
সূত্রটি আরও জানায়, আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর পরিবারের সদস্যরা বিদেশে বসবাস করেন। এমডি হিসেবে যোগদানের পর তার দায়িত্ব আগের চেয়ে বেড়ে যায়। এ কারণে পরিবারকে তিনি বেশি সময় দিতে পারতেন না। ফলে ব্যাংকের দায়িত্ব পালনে তিনি সবসময় মানসিকভাবে অস্বস্তিতে থাকতেন। এই মানসিক চাপ তিনি সহ্য করতে না পেরে এক মাস আগে থেকে তিনি চাকরি ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেন। শেষ পর্যন্ত গত সপ্তাহে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে আদিল চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
জানা গেছে, আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর পরিবার কানাডায় বসবাস করে।
এদিকে, তার পদত্যাগের পর ঋণ অনিয়ম সংক্রান্ত কথাবার্তা চাউর হলেও ব্যাংক কর্মকর্তারা বলছেন, কোম্পানি আইন ও কেন্দ্রীয় ব্যাংকের নিয়মকানুন মেনেই ব্যাংক এশিয়া আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায় করে থাকে। পরিচালনা পর্ষদ ঋণ প্রস্তাব পাশ করার সময় অধিক যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়। তাই ঋণের কারণে এমডির পদত্যাগের বিষয়টি সঠিক নয়।
এ বিষয়ে জানতে চাইলে ব্যাংক এশিয়ার চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক শফিউজ্জামান ঢাকা মেইলকে বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে আরিফ বিল্লাহ আদিল চৌধুরী পদত্যাগ করেছেন। ঋণ অনুমোদনের সঙ্গে তার পদত্যাগের কোনো সম্পর্ক নেই।