ন্যাশনাল হাউজিংয়ের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
সাদাকালো নিউজ
শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আবাসন খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য যথাক্রমে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। অর্থাৎ শেয়ার প্রতি বিনিয়োগকারীদের ১ টাকা ৫০ পয়সা করে দেবে তারা।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ২০২২ সালে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ২৫ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ অর্থাৎ দেড় টাকা করে লভ্যাংশ দেবে। বাকি টাকা কোম্পানির রিজার্ভে ব্যয় করবে।
২০০৯ সালে তালিকাভুক্ত কোম্পানির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ১১ জুন। ওইদিন ডিজিটাল প্লাটর্ফমে কোম্পানির এজিএম দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সেজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ মে।